Logo
Logo
×

খেলা

শিরোপা থেকে দুই জয় দূরে স্পেন

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:১৮ এএম

শিরোপা থেকে দুই জয় দূরে স্পেন

সংগৃহীত ছবি

মেয়েদের ফুটবলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। তবে বিশ্বকাপ জিতলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট এখনো অধরা স্প্যানিশ মেয়েদের। সেই আক্ষেপ ঘোচাতে তাদের প্রয়োজন আর দুটি জয়।

শুক্রবার রাতে স্বাগতিক সুইজারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে ২০২৫ নারী ইউরোর সেমিফাইনালে পৌঁছে গেছে স্পেন। সুইজারল্যান্ডের বার্নে শেষ আটের লড়াইয়ে দুটি পেনালটি মিসের পরও জিততে বেগ পেতে হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের।

দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের ব্যবধানে অ্যাথেনা দেল কাসতিল্লো ও ক্লাউদিয়া পিনার গোলে সুইস প্রতিরোধ ভেঙে শেষ হাসি হাসে স্পেন। 

গোল না পেলেও জাদুকরী ফুটবলে ম্যাচসেরা হয়েছেন দুবারের ব্যালন ডি’অরজয়ী আইতানা বোনমাতি। 

বুধবার জুরিখে ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্স অথবা জুরিখের মুখোমুখি হবে স্পেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম