Logo
Logo
×

খেলা

ম্যাচ জয়ে সতীর্থদের প্রশংসা করলেন অধিনায়ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম

ম্যাচ জয়ে সতীর্থদের প্রশংসা করলেন অধিনায়ক

মিরপুরের উইকেটে বরাবরের মতোই সেরা পারফর্মার মোস্তাফিজুর রহমান। ক্যারিয়ারের শুরুতে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে অবিশ্বাস্য পারফরম্যান্স করে ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন মোস্তাফিজ। এরপর আইপিএলে নান্দনিক পারফরম্যান্সে ‘দ্য ফিজ’ খ্যাতি লাভ করেন এই কাটারমাস্টার।

রোববার মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৪ ওভারে মাত্র ৬ রানে ২ উইকেট শিকার করে বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েন মোস্তাফিজ। 

এদিন মোস্তাফিজ ও তাসকিন আহমেদের গতির শিকার হয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। ৩.৩ ওভারে ২২ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।

টার্গেট তাড়ায় ৭ রানে ২ উইকেট পতনের পর তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমনের ৬২ বলের ৭৩ রানের রেকর্ড জুটিতে জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ। তাওহিদ ৩৭ বলে ৩৬ রান করে ফিরলেও ৩৯ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ২৭ বল আগেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

খেলা শেষে মোস্তাফিজ, তাসকিন, পারভেজ হোসেন ইমনদের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিট কুমার দাস। 

তিনি বলেন, আমরা সবাই জানি মোস্তাফিজ মিরপুরের উইকেটে কতটা সফল বোলার। মিরপুরের উইকেটে সে ব্যাটসম্যানের জন্য হুমকি স্বরূপ। আজও মোস্তাফিজ ভালো বোলিং করেছে। তাসকিন আহমেদও ডেথ ওভারে সত্যিই ভালো বোলিং করেছে। সামগ্রিকভাবে, বোলিং এবং ফিল্ডিং বিভাগ দুর্দান্ত কাজ করেছে। এটি একটি ভালো লক্ষণ। 

লিটন আরও বলেন, আপনারা যদি আমাদের শেষ দুটি টি-টোয়েন্টি খেলা দেখে থাকেন, তাহলে দেখবেন; আমরা এক থেকে চারজন ব্যাটসম্যান ধারাবাহিক ব্যাটিং করছি। এটা আমাদের দলের জন্য একটা ভালো দিক। আমি জানি তাওহিদ হৃদয় এই মুহূর্তে আরও অভিজ্ঞ; সে অনেক দিন ধরে একটি পজিশনে ব্যাট করেছে, এবং সে এখন ক্রিকেট খুব ভালোভাবে জানে এবং বোঝে। পারভেজ হোসেন ইমন আজ সত্যিই ভালো ব্যাট করেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম