আয়ের দিক থেকে শচীন-কোহলিকে ছাড়িয়ে যাবেন এই তারকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১১:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রোহিত শর্মা ও বিরাট কোহলির অবর্তমানে ভারতীয় ক্রিকেটের নায়ক বনে গেছেন শুভমান গিল। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক হয়ে অবিশ্বাস্য পারফরম্যান্সে বিশ্বের নজর কেড়েছেন ২৫ বছর বয়সী এই তারকা।
ক্রিকেট মাঠে নান্দনিক পারফরম্যান্সে তার বাজারদর আকাশ ছুঁয়েছে। শুভমান গিল শুধু ২২ গজেই ছক্কা-চারের ঝড় তুলছেন না, ব্র্যান্ডিংয়ের দুনিয়াতেও তোলপাড় ফেলে দিয়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞ ও ব্র্যান্ড কনসালটেন্সি সংস্থাগুলির মতে, গিল এখন দেশের সবচেয়ে দামি ও জনপ্রিয় ক্রীড়া তারকাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
মাঠে তার দুর্দান্ত পারফরম্যান্স, মাঠের বাইরে শান্ত স্বভাব এবং তরুণ প্রজন্মের মধ্যে ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাকে ভারতের পরবর্তী ব্র্যান্ড সুপারস্টার করে তুলছে। দুই বছর আগে শুভমান একটি বিজ্ঞাপনের জন্য যেখানে প্রায় ১ কোটি টাকা পেতেন, এখন সেই পরিমাণ বেড়ে ৭ কোটি টাকায় পৌঁছেছে।
বিজনেস স্টান্ডার্ড এর প্রতিবেদন অনুসারে শুভমান গিল এখন এমন এক জায়গায় পৌঁছেছেন, যেখান থেকে তিনি দেশের সবচেয়ে দামি ক্রীড়াব্যক্তিত্ব হয়ে উঠতে পারেন। ইংল্যান্ডে টেস্ট অধিনায়ক হিসেবে তার পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয়। তিনি তরুণ, আকর্ষণীয় চেহারা এবং স্মার্ট উপস্থিতির অধিকারী, যা তাকে শক্তিশালী ব্র্যান্ড করে তুলছে।
ব্র্যান্ড বিশেষজ্ঞদের মতে, দেশের ব্র্যান্ডিং ইতিহাসে যদি কেউ শচীন টেন্ডুলকার কিংবা বিরাট কোহলির মতো মহাতারকাদের সমতুল্য ব্র্যান্ড ভ্যালু অর্জন করতে পারেন, তাহলে সেটা শুভমান গিলই পারবেন। সম্প্রতি গিল এমআরএফ-এর সঙ্গে ৩ বছরের জন্য ৩৫ কোটি টাকার চুক্তি করেছেন।
কেন ব্র্যান্ডগুলির প্রথম পছন্দ গিল?
Rediffusion-এর ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ গোয়েলের মতে, গিলের ব্যাটিং যেমন শক্তিশালী, তেমনই তিনি বিতর্ক থেকে দূরে থাকেন, যা তাকে ব্র্যান্ডগুলির কাছে আরও আকর্ষণীয় করে তোলে।
গোয়েল বলেন, গিল মাঠে বিরাট কোহলির মতো আক্রমণাত্মক নন, তবে তার শান্ত ব্যক্তিত্বই তাকে আলাদা করে তোলে। এজন্য বিজ্ঞাপনদাতারা তাকে পছন্দ করেন।
শুভমান গিলের বিজ্ঞাপন পারিশ্রমিক কত?
বর্তমানে গিল নাইকি, কোকা-কোলা, টাটা ক্যাপিটাল, বাজাজ অ্যালিয়াঞ্জ, ওকলি, এঙ্গেজ ও এমআরএফ-সহ একাধিক বড় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
গোয়েলের মতে, দুই বছর আগে গিল একটি বিজ্ঞাপনের জন্য প্রায় ১ কোটি টাকা পেতেন, আর এখন সেই পারিশ্রমিক ৭ কোটিতে পৌঁছেছে।
