Logo
Logo
×

খেলা

‘২০ ওভার খেললে ১৬০ রান করতে পারতাম’

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১১:২৬ এএম

‘২০ ওভার খেললে ১৬০ রান করতে পারতাম’

পারভেজ হোসেন ইমন দুর্দান্ত ফিফটিতে জয় এনে দিয়েছেন, হয়েছেন ম্যাচের সেরা। ছবি: বিসিবি

উইকেট নিয়ে কথা চড়েছে। স্লো লো এবং টার্নিং পিচে রোববার সালমান আলী আগার দল ভুগেছেও বেশ। পাকিস্তানের দাবি, মিরপুরের পিচ টি-টোয়েন্টির জন্য পারফেক্ট ছিল না। ভিন্ন মত পারভেজ হোসেন ইমনের। বাংলাদেশের ওপেনার বলছে, এই পিচে তারা ২০ ওভার খেলতে পারলে দেড়শ ছাড়ানো রান করতে পারত।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ইমন বলেছেন, ‘(উইকেট আদর্শ নয়) এমন কিছু মনে হয়নি। ১১০ রান করছি ১৬ ওভারে (মূলত ১৫.৩ ওভারে)। যদি ২০ ওভারও খেলতাম ১৬০ রান করতে পারতাম। তাই আমার কাছে এমন কিছু (পাকিস্তান কোচের মতে পিচ আন্তর্জাতিক মানের নয়) মনে হয়নি। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করছি।’

মিরপুরে তিন ম্যাচের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে সাত উইকেটে হেরে উইকেটের সমালোচনা করেছেন পাকিস্তান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন এ ধরনের উইকেট গ্রহণযোগ্য নয়।

রোববার মিরপুরে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের তোপে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে পারভেজ হোসেন ইমন ৫৬ রানে চড়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।

তিন ম্যাচের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামীকাল একই মাঠে। শেষ টি-টোয়েন্টি মিরপুর শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একই মাঠে ২৪ জুলাই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম