Logo
Logo
×

খেলা

বিশ্রামে তানজিদ–তাসকিন, একাদশে নাঈম–শরিফুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম

বিশ্রামে তানজিদ–তাসকিন, একাদশে নাঈম–শরিফুল

সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ।  টসে জিতে ফিল্ডিং নিয়েছে পাকিস্তান।

সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১১০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।  আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে।  তবে হেরে গেলে সিরিজে ফিরবে পাকিস্তান।

মঙ্গলার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে একাদশে ফিরেছেন মোহাম্মদ নাঈম।  আর পেসার তাসকিনের জায়গায় সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম।

পাকিস্তান একটি পরিবর্তন নিয়ে খেলছে।  স্পিনার আবরার আহমেদের জায়গায় দলে ঢুকেছেন পেসার আহমেদ দানিয়াল।  পাকিস্তানের জার্সিতে আজই প্রথম ম্যাচ খেলছেন দানিয়াল।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

পাকিস্তান: ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, আগা সালমান (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আহমেদ দানিয়াল।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম