Logo
Logo
×

খেলা

ওয়াসিমের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন, যা বললেন পাক ইনফ্লুয়েন্সার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:২৫ পিএম

ওয়াসিমের সঙ্গে নতুন সম্পর্কের গুঞ্জন, যা বললেন পাক ইনফ্লুয়েন্সার

ক্রিকেটার ইমাদ ওয়াসিমের সঙ্গে প্রেমের গুঞ্জনকে ‘ভিত্তিহীন’ ও ‘ভুল তথ্য’ বলে প্রকাশ্যে প্রত্যাখ্যান করলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নায়লা রাজা। সম্প্রতি ইমাদ ওয়াসিম ও তার স্ত্রী সানিয়া আশফাকের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে— এমন খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সেই আলোচনা ঘিরেই অনেকের সন্দেহ ছিল, তৃতীয় পক্ষ হিসেবে এতে যুক্ত হয়েছেন নায়লা।

বিষয়টি আরও জটিল হয়ে ওঠে যখন সানিয়া আশফাক ইনস্টাগ্রামে ছেলের জন্মের খবর জানিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমি তোমাকে একা গর্ভে ধারণ করেছি ৯ মাস। আল্লাহ যেন আমাকে সামনে পথচলার শক্তি দেন, জায়ান।’ এই পোস্টে ইমাদের নাম না থাকায় অনেকে ধরে নেন, তাদের দাম্পত্যে চিড় ধরেছে।

এরপর সানিয়ার এক আত্মীয় পোস্টটি শেয়ার করে তার জন্য দোয়া চান এবং তাকে ‘অত্যন্ত শক্তিশালী’ বলে উল্লেখ করেন। নেটিজেনরা এটিকেও ইমাদের সঙ্গে সানিয়ার সম্পর্কে সমস্যার ইঙ্গিত হিসেবে দেখেন।

এছাড়া, সানিয়ার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকেও ‘ইমাদের স্ত্রী’ পরিচয় তুলে দেওয়া হয় এবং তার প্রোফাইল থেকে ইমাদের সঙ্গে সব ছবি মুছে ফেলা হয়। যদিও দুজন এখনও একে অপরকে ফলো করছেন।

এর মধ্যে এক ভিডিও ভাইরাল হয়, যাতে ইমাদ ওয়াসিমকে লন্ডনের একটি দোকানের সামনে এক নারীর সঙ্গে হাঁটতে দেখা যায়। অনেকে দাবি করেন, সেই নারী ছিলেন নায়লা রাজা।

এই সব আলোচনার প্রেক্ষাপটে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ বিবৃতি দেন নায়লা। তিনি লেখেন, ‘আমি সাধারণত গুজব বা অনুমানের জবাব দিই না, কিন্তু এবারের ব্যাপারটা অনেক দূর গিয়েছে।’

তিনি বলেন, ‘আমি নিজেই ইমাদ ওয়াসিমের সঙ্গে সেই স্টোরি দিয়েছিলাম আমার ইনস্টাগ্রামে। সেটি গোপন কিছু ছিল না। একটি নিরীহ ইনস্টাগ্রাম স্টোরির কারণে কীভাবে কারও ডিভোর্স হতে পারে?’

ভাইরাল ভিডিও প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিডিওটি একটি অপটিক্যাল স্টোরের সামনে ধারণ করা হয় এবং সেটি এক কোণ থেকে জুম করে তোলা। ওই সময় আমাদের সঙ্গে আরও লোক ছিল, যাদের ইচ্ছাকৃতভাবে ভিডিওতে দেখানো হয়নি।’

নায়লা আরও লেখেন, ‘আমি বুঝি একজন পাবলিক ফিগার হিসেবে আমাকে সমালোচনার মুখে পড়তেই হয়। কিন্তু আমি একজন নারীও। দয়া করে এমন বিষয়ে আমাকে জড়াবেন না যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই।’

তিনি জানান, তার পরিবার, বিশেষ করে ভাইকে সামাজিক মাধ্যমে গালিগালাজ করা হয়েছে। কেউ কেউ বলেছেন, ‘তাকে নিয়ন্ত্রণ করো’, আবার কেউ বলেছেন, ‘ইজ্জত বাঁচাও’। এর জবাবে নায়লা লেখেন, ‘ইজ্জত কেন সবসময় নারীর কাজকর্মের সঙ্গে জড়িত? আমরা কি এমন এক সমাজ গড়েছি যেখানে নারীর মর্যাদা সবসময় প্রশ্নবিদ্ধ হয়, কিন্তু তার অর্জনগুলো উপেক্ষিত থাকে?’

এখনও পর্যন্ত ইমাদ ওয়াসিম এই বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে সানিয়ার আবেগঘন পোস্টের পর তার বিরুদ্ধে সমালোচনা আরও বেড়েছে। অনেকেই বলছেন, স্ত্রী গর্ভবতী অবস্থায় যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন ইমাদের এমন আচরণ অনুচিত।

উল্লেখ্য, এর আগেও ইমাদ ওয়াসিমের নাম বিতর্কে জড়িয়েছিল। এক আফগান নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগ উঠেছিল, যা তখনও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম