Logo
Logo
×

খেলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১০:৩১ পিএম

পাকিস্তানকে হোয়াইটওয়াশে যে একাদশ নামাতে পারে বাংলাদেশ

টানা দুই ম্যাচে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। এখন সুযোগ হোয়াইটওয়াশ করার। আগামীকাল তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় জিতলেই মগজধোলাই হবে পাকিস্তান।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

সিরিজের প্রথম ম্যাচে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের গতির শিকার হয়ে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। টার্গেট তাড়ায় ২৭ বল আগেই ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ১৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টার্গেট তাড়ায় ১৯.২ ওভারে ১২৫ রানে অলআউট হয়ে ৮ রানে হেরে সিরিজ হাতছাড়া করে পাকিস্তান। 

টানা দুই ম্যাচে জিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়ে বাংলাদেশ। এবার ১৯৯২ সালের বিশ্বকাপজয়ী পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ টাইগারদের সামনে। সেই সুযোগ কাজে লাগাতে শক্তিশালী একাদশ মাঠে নামাতে পারে বাংলাদেশ।

পরীসংখ্যানে দুই দল ২৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেয়। তার মধ্যে বাংলাদেশ জয় পায় মাত্র ৫টিতে আর ১৯টিতে জয় পায় পাকিস্তান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, মাহেদি হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সালমান আগা (অধিনায়ক), সাইম আইয়ুব, ফখর জামান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়াল।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম