জাকের আলী। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
উইকেটে জাকের আলী আসেন, ততক্ষণে ধস নেমেছে ব্যাটিং অর্ডারে। বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের দিনে বৃহস্পতিবার লড়তে পারেননি। ১ রান করে ফিরেছেন জাকের। তবে সিরিজের বাকি দুটি ম্যাচে ছিলেন দাপুটে। সিরিজ জেতাতেও রেখেছেন ইমপ্যাক্ট। সেরার পুরস্কারটাও তাই গেছে তার ঝুলিতে।
মিরপুরে তিন টি-টোয়েন্টির সিরিজে প্রথমটিতে জাকের খেলেন ১০ বলে ১৫ রানের ক্যামিও। দ্বিতীয়টিতে ৫৫ রানের ইনিংস খেলে গড়ে দেন জয়ের ভিত। বাংলাদেশ দুটি ম্যাচ জিতেই নিশ্চিত করে সিরিজ। ম্যাচ জয়ী ক্যামিও খেলায় দ্বিতীয় টি-টোয়েন্টির সেরাও হন। এবার হয়েছেন সিরিজের সেরা।

তিন ম্যাচে ৭১ রান করা জাকের সেরাদের সেরা হয়ে যারপরনাই খুশি। বৃষ্টিভেজা পুরস্কার উদযাপনের দিনে জাকের বলেছেন, ‘আমাদের জন্য এটা সত্যিই অসাধারণ সিরিজ। সবাই দারুণ কিছু করেছে। আমি আমার খেলাটি খেলার চেষ্টা করেছি।’
আগের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে জাকের বলেছিলেন, ‘আমি যতই ভালো খেলি না কেন, দল না জিতলে সেটা নিজের ইনিংস হিসেবে গোনাই না। যেহেতু দল জিতেছে, ইনিংসটাকে হিসেব রাখলাম।’ আজ পারেননি। বাংলাদেশও জিততে পারেনি। তবে জাকের পরিণত হচ্ছেন, নিজেকে ভরসার জায়গায় এনে দিচ্ছেন।
