|
ফলো করুন |
|
|---|---|
ভুল কারণে খবরের শিরোনাম হওয়া নতুন কিছু নয় নেইমারের জন্য। তবে এক ম্যাচে এত উদ্ভট ও বিব্রতকর ঘটনার জন্ম আগে সম্ভবত দেননি সান্তোসের ব্রাজিলীয় ফরোয়ার্ড। বুধবার রাতে ব্রাজিলের শীর্ষ লিগের ম্যাচে ইন্টারন্যাসিওনালের কাছে ২-১ গোলে হেরেছে সান্তোস।
প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ফেরার সময় টানেলে প্রতিপক্ষ গোলকিপার রোচেতের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন নেইমার। ম্যাচ শেষে আরেক কাণ্ড। এবার গ্যালারিতে গিয়ে সান্তোসের এক সমর্থকের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় তাকে। একপর্যায়ে ক্ষুব্ধ নেইমার সরাসরি লড়াইয়ের আমন্ত্রণ জানান ওই সমর্থককে!
এখানেই ঘটনার শেষ নয়। যোগ করা সময়ের শেষ মিনিটে নেইমারের বাঁ-পায়ের ভলি ইন্টার গোলকিপার রোচেত রুখে দিলেও বল পোস্ট ছুঁয়ে পড়ে গোললাইনে।
সমতাসূচক গোল করেছেন ভেবে সমর্থকদের দিকে ছুটে গিয়ে উল্লাস শুরু করে দেন নেইমার। উদযাপনের একপর্যায়ে লাথি মেরে ভেঙে ফেলেন কর্নার ফ্ল্যাগের দণ্ড।
এরপর পেছন ফিরে দেখেন খেলা চলছে! রোচেত গোললাইনে বল থামিয়ে দেওয়ায় গোল হয়নি। গোল না করেই পাগুলে উদযাপনের জন্য চরম বিব্রত হতে হয় নেইমারকে।
