|
ফলো করুন |
|
|---|---|
দৃশ্যটা খুবই পরিচিত। সে পরিচিত দৃশ্যের পুনর্মঞ্চায়নই হলো বৃহস্পতিবার। বাংলাদেশের সামনে ১৭৯ রানের লক্ষ্য দাঁড়াল। আর সেই লক্ষ্য তাড়া করতে গিয়ে ছেড়ে দে মা কেঁদে বাঁচি দশা হলো স্বাগতিকদের।
লক্ষ্যটা তাড়া করা হয়নি শেষমেশ। ২০ বল বাকি থাকতে ৭৪ রানে হেরে বসেছে বাংলাদেশ। সিরিজের সেরা ব্যাটিং পিচেও এই দশা হলো দলের।
বাংলাদেশ অলআউট হয়েছে ১০৪ রানে। তবে ম্যাচে এক পর্যায়ে ৪১ রানে ৭ উইকেট খুইয়ে বসেছিল দলটা। শঙ্কা জেগেছিল নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড গড়ারও। সে শঙ্কা দূর করলেও রান তাড়া করতে গিয়ে মুখ থুবড়ে পড়ার ইতিহাসটাকে মুছে ফেলা যায়নি।
ইতিহাস বলছে, এই ম্যাচ নিয়ে টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৫০ বা তার বেশি রান তাড়া করতে হয়েছে ৫৬ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৯ বার, হেরেছে বাকি ৪৭ বারই। দেশের বাইরে ৩৬ বার ১৫০ রানের বেশি তাড়া করতে নেমে জয় এসেছে ৫ বার। দেশের মাটিতে ২০ ম্যাচে ৪ বার জিতেছে বাংলাদেশ।
দেশের মাটিতে যে ৪ জয়, তার একটিও অবশ্য মিরপুরে আসেনি। মিরপুরে ১৫০ ছাড়ানো লক্ষ্য তাড়া করতে হয়েছে ১০ বার। ফল – ১০ টিতেই হার। অথচ সিলেট, চট্টগ্রাম আর খুলনার প্রতিটি ভেন্যুতেই বাংলাদেশ ১৫০ বা তার বেশি রান তাড়া করে জিতেছে। সিলেটে দুইবার, চট্টগ্রামে ও খুলনায় একবার করে।
১৫০’র বেশি রান তাড়া করে বাংলাদেশ গেল বছরই জিতেছিল। নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ভর করে শ্রীলঙ্কাকে হারিয়েছিল দলটা। তবে এরপর থেকে আরও ৭ ম্যাচে ১৫০র বেশি রান তাড়া করতে হয়েছে বাংলাদেশকে। দলটা হেরেছে তার প্রতিটি ম্যাচেই।
অথচ ১৫০ রান তাড়া করে জিততে পারাটা টি-টোয়েন্টি ক্রিকেটের খুবই মৌলিক দলীয় স্কিলগুলোর একটা। সেখানেই এমন নড়বড়ে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে দলের পায়ের তলার মাটি যে দিনকয়েক পরপরই আলগা হয়ে যায়, তার অন্যতম কারণ এটাও বৈকি!
