Logo
Logo
×

খেলা

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজে চোখ লিটনের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০৪:২৯ পিএম

এশিয়া কাপের আগে আরেকটি সিরিজে চোখ লিটনের

ছবি: বিসিবি

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে টানা সিরিজ খেলা বাংলাদেশের সে টুর্নামেন্টের আগে আর কোনো সিরিজ নেই। তবে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস এশিয়া কাপের আরও একটি সিরিজ খেলতে চান।

বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর লিটন জানিয়েছেন, ‘(পাকিস্তান সিরিজ শেষে) পরে একটা সিরিজ হলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়।’

এদিকে পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, এশিয়া কাপের আগে আরও একটি সিরিজ আয়োজনের চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে আগামী আগস্টে ভারতের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ঠুনকো কারণে ভারত সে সিরিজ এক বছরের জন্য পিছিয়ে দেওয়ায় এশিয়া কাপের খেলায় বড় একটা গ্যাপ তৈরি হয়েছে।

বিসিবি যদি এই বিরতিতে আরেকটি সিরিজ আয়োজন করতে না পারে, সেক্ষেত্রে স্কিল এবং ফিটনেস ক্যাম্পের মাধ্যমেই এশিয়া কাপের প্রস্তুতি সারতে হবে লিটনদের।

যদিও শ্রীলংকা এবং পাকিস্তানের বিপক্ষে টানা দুই টি-টোয়েন্টি সিরিজ জিতে কুড়ি ওভারের ফরম্যাটে ভালোভাবেই নিজেদের গুছিয়ে এনেছে বাংলাদেশ দল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম