Logo
Logo
×

খেলা

মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গীকে দলে নিল মিয়ামি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১২:৫০ পিএম

মেসির বিশ্বকাপ জয়ের সঙ্গীকে দলে নিল মিয়ামি

রদ্রিগো দে পল এখন ইন্টার মিয়ামির খেলোয়াড়। আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে প্রাথমিকভাবে ২০২৫ সালের শেষ পর্যন্ত ধারে নিয়েছে মার্কিন ক্লাবটি। পরে চাইলে ২০২৯ সাল পর্যন্ত স্থায়ী চুক্তির সুযোগও রয়েছে। শুক্রবার দুই ক্লাবই এই খবর নিশ্চিত করেছে।

ইন্টার মিয়ামির ঘোষণায় জানানো হয়, দে পল শুরুতে দলের তিন ‘ডেজিগনেটেড প্লেয়ার’-এর একজন হিসেবে থাকছেন না। সেই তিনজন হচ্ছেন লিওনেল মেসি, জর্দি আলবা এবং সের্জিও বুসকেটস। তবে ভবিষ্যতে যদি কোনো একটি ‘ডিপি’ স্থান খালি হয়, তখন দে পলকে বড় চুক্তিতে নেওয়া হবে।

মেসির নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ ও ২০২১, ২০২৪ কোপা আমেরিকা জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন দে পল। তার এই চুক্তি ইন্টার মিয়ামির ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ বলে জানিয়েছেন ক্লাবটির মালিক জর্জ মাস।

তিনি বলেন, ‘রদ্রিগোর মতো মানসম্পন্ন খেলোয়াড়কে পেয়ে আমরা রোমাঞ্চিত। সে এমন একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, যিনি বিশ্বমঞ্চে নিজের জাত চিনিয়েছেন। আমাদের ক্লাবের লক্ষ্যগুলোর সঙ্গে তার উচ্চাকাঙ্ক্ষা মিলে যায়। আমরা একসঙ্গে অনেক কিছু জয় করতে চাই।’

ক্লাবটির সহ-মালিক ডেভিড বেকহ্যামও দে পলকে স্বাগত জানিয়ে বলেন, ‘রদ্রিগোকে আমি অনেক দিন ধরে পছন্দ করি। সে একজন নেতা, জাতীয় দলে তার ভূমিকা অসাধারণ। তার অভিজ্ঞতা, আবেগ ও গুণ আমাদের ক্লাব এবং শহরের জন্য দারুণ কিছু আনবে। আরেকজন বিশ্বকাপজয়ী খেলোয়াড়কে ইন্টার মিয়ামিতে, এমনকি এমএলএস-এ পেয়ে আমি দারুণ খুশি।’

৩১ বছর বয়সী দে পল ২০২১ সালে সিরি আ ক্লাব উদিনেসে খেলার পর ৩৫ মিলিয়ন ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দেন। ক্লাবটির হয়ে ১৮৭ ম্যাচে ১৪ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন তিনি। গত মৌসুমেও ডিয়েগো সিমিওনের দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।

অ্যাটলেটিকো মাদ্রিদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘রদ্রিগো দে পল অ্যাটলেটিকো মাদ্রিদকে বিদায় জানাচ্ছেন এবং ইন্টার মিয়ামিতে নিজের ক্যারিয়ার চালিয়ে যাবেন। আমরা তার ব্যক্তিগত ও পেশাদার জীবনের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম