|
ফলো করুন |
|
|---|---|
ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড হলেও বর্তমানে ক্রিকেট বিশ্বে ছড়ি ঘুরাচ্ছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চালায় ভারতীয়রা।
আইসিসির সভাপতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ। শুধু জয় শাহই নন! আইসিসির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে বসে আছে ভারতীয়রা। তাইতো তারা অন্য দেশের তুলনায় আইসিসি থেকে অনেক বেশি টাকা পেয়ে থাকে।
আইসিসি থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক টাকা পাওয়ায় ভারতীয় ক্রিকেটাররাও বছরে কোটি কোটি টাকা পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন। শুধু তাই নয়, নান্দনিক পারফরম্যান্সে এশিয়া মহাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্যতম সেরা দলে পরিণত হয়েছে ভারত।
যে কারণে ভারতীয় ক্রিকেটারদেরও কদর বেড়েছে। তারা ক্রিকেটের বাইরে বিভিন্ন বিজ্ঞাপনে অংশ নিয়ে কোটি কোটি টাকা পেয়ে থাকেন।
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিরা বিজ্ঞাপন থেকে বছরে শতকোটি টাকা পেয়ে থাকেন। এই মহাতারকাদের কথা বাদই দিলাম। ২০১৯ সালে ভারতীয় দলে অভিষেক হওয়া শুভমান গিলও এখন অনেক টাকা বিজ্ঞাপন থেকে পান।
রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো তারকা টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরে যাওয়ায় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে ২৫ বছর বয়সী শুভমান গিলকে। তিনি আগে একটা বিজ্ঞাপন করেন পেতেন এক কোটি টাকা। অথচ এখন তার এক বিজ্ঞাপন থেকে আয় ৭ কোটি।
সম্পতি ইংল্যান্ডের সাবেক তারকা মাইকেল ভন এবং অ্যালিস্টার কুকের সঙ্গে এক আলোচনায় অংশ নিয়ে ভারতীয় ক্রিকেটারদের আয় নিয়ে নতুন তথ্য দেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী।
শাস্ত্রী বলেন, ‘ভারতীয় ক্রিকেটাররা বিজ্ঞাপন থেকে প্রচুর টাকা আয় করে। আমার মতে, বছরে ১০০ কোটি রুপির মতো আয় হতে পারে শুধু বিজ্ঞাপন থেকেই।’
ভারতীয় সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘শচীন টেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের ব্যস্ততা থাকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে ছিল। তারা বছরে ১৫-২০টি বিজ্ঞাপনে অংশ নিতেন। এই তারকারা দিনের পর দিন ক্যামেরার সামনে শুটিংয়ে কাটিয়ে দিলেও মাঠের পারফরম্যান্সে ঘাটতি রাখেননি।’
