আগস্টে কাদের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ, জানালেন ফাহিম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৮:৩৩ পিএম
নাজমুল আবেদীন ফাহিম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ আর সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের মাঝের সময়ে বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। এ সময়ে ভারতের বিপক্ষে সিরিজ হওয়ার কথা থাকলেও তা বছরখানেক পিছিয়ে গেছে।
এশিয়া কাপের প্রস্তুতির জন্য আগস্টে জাতীয় দলের খেলার মধ্যে থাকা জরুরি বলে উল্লেখ করেছেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। তাই বিসিবিও এই বিরতিতে সিরিজ আয়োজনে উদ্যোগী হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছিলেন, একটি সিরিজ নিয়ে আলোচনা চলছে। শনিবার (২৬ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বড় কোনো দল এ মুহূর্তে পাওয়া যাবে না। কারণ তারা নিজেদের সূচি নিয়ে ব্যস্ত। তবে আমাদের মনে হচ্ছে নেদারল্যান্ডস বা নেপালের সঙ্গে সিরিজ হতে পারে, কিংবা এমন আরেকটি দলের সঙ্গে।’
তবে শেষ পর্যন্ত যদি বিদেশি কোনো দল না পাওয়া যায়, তাহলে জাতীয় দল খেলতে পারে ‘এ’ দল কিংবা হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিপক্ষে। পাশাপাশি এশিয়া কাপের আগে তিন সপ্তাহের একটি প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।
