Logo
Logo
×

খেলা

কোহলি রুট রোহিতকে ছাড়িয়ে শীর্ষে বাবর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৯:১৩ পিএম

কোহলি রুট রোহিতকে ছাড়িয়ে শীর্ষে বাবর

ক্রিকেট বিশ্বের এই সময়ের অন্যতম সেরা চার ব্যাটসম্যান হলেন ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ।

তবে বিশ্বের এই সময়ের সেরা তারকাদের মধ্যে পঞ্চম পজিশনে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম সাম্প্রতিক সময়ে বাজে পারফরম্যান্সের কারণে জাতীয় দলের বাইরে আছেন।

কিন্তু তিনি ২০১৮ সালের পর থেকে ২৪ জুলাই পর্যন্ত সর্বোচ্চ ফিফটি এবং সর্বাধিক ১১ হাজার ৯৯২ রান করেছেন। 

এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন বিরাট কোহলি। ভারতীয় সাবেক এই  অধিনায়ক ৬৫টি ফিফটির সাহায্যে ১১ হাজার ৩৪৫ রান করেন। 

তৃতীয় পজিশনে আছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। তিনি ৫০টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৯৭৫ রান করেছেন।

চতুর্থ পজিশনে আছেন ভারতীয় সাবেক আরেক অধিনায়ক রোহিত শর্মা। তিনি ৫৩টি ফিফটির সাহায্যে ১০ হাজার ২২৮ রান করেন।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম