Logo
Logo
×

খেলা

এশিয়া কাপের প্রস্তুতি ১৮০-২০০ রানের উইকেটে, আনা হবে পাওয়ার হিটিং কোচ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:২৬ এএম

এশিয়া কাপের প্রস্তুতি ১৮০-২০০ রানের উইকেটে, আনা হবে পাওয়ার হিটিং কোচ

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি ২০ সিরিজ জয়ের পর এবার এশিয়া কাপের প্রস্তুতি নিতে ভিন্ন পরিকল্পনা করেছে বিসিবি। ১৮০-২০০ রান হয়, এমন উইকেটে প্রস্তুতি নেবে বাংলাদেশ দল। একজন পাওয়ার হিটিং কোচ ও একজন মনোবিদও নিতে চায় বিসিবি।

ভারত আসছে না। ফাঁকা সময়ে সিরিজ আয়োজনের আশা ছেড়ে দেয়নি বোর্ড। নিদেনপক্ষে নেপাল কিংবা নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ।

বিসিবির ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা শক্ত জায়গায় চলে গেছি, এমনটা নয়। এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। টি ২০ বিশ্বকাপের আগে আমরা এশিয়া কাপে বুঝতে পারব নিজেদের অবস্থান কোথায়। এশিয়া কাপেও শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে।’ তিনি বলেন, ‘আমরা ১৮০-২০০ রানের উইকেটে অনুশীলন করতে চাই। সেরকম উইকেট যদি ঢাকায় বানানো যায়, তাহলে তো ভালো। আর তা না হলে সিলেট বা চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প হবে।’

এদিকে বড় স্কোরের উইকেটে অনুশীলনের আগে একজন পাওয়ার হিটিং কোচের প্রয়োজনীয়তা অনুভব করছে বিসিবি। এশিয়ার বাইরে থেকে আনা হবে কোচ। সঙ্গে একজন মনোবিদ। টি ২০ বিশ্বকাপ ঘিরে এমন উদ্যোগ আগেও নিয়েছে বিসিবি। কিন্তু খুব বেশি সফল হতে পারেনি বাংলাদেশ। নাজমুল আবেদীন বলেন, ‘ভালো উইকেটে এশিয়া কাপের প্রস্তুতির আগে একজন পাওয়ার হিটিং কোচ আনব। একজন মনোবিদও যুক্ত হবে। চেষ্টা চলছে বাইরের কোনো দলকে এনে একটি সিরিজ খেলার। বাইরের দল নিয়ে সিরিজ খেলা না গেলে জাতীয় দল ও বাকিদের নিয়ে দল করে প্রতিযোগিতামূলক ম্যাচের আয়োজনের চেষ্টা থাকবে। সেটাও যেন একটি সিরিজের মতো হয় সেই চেষ্টা থাকবে।’

তিনি বলেন, ‘বড় কোনো দেশ এ মুহূর্তে পাওয়া যাবে না। সবাই আগের শিডিউল নিয়ে ব্যস্ত। নেদারল্যান্ডস ও নেপাল হতে পারে। আমরা চেষ্টা করে যাচ্ছি।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম