Logo
Logo
×

খেলা

উইন্ডিজ ‘দশে মিলে করল কাজ’, তবু দিনশেষে অস্ট্রেলিয়ারই রাজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১০:২৪ এএম

উইন্ডিজ ‘দশে মিলে করল কাজ’, তবু দিনশেষে অস্ট্রেলিয়ারই রাজ

অপরাজিত ফিফটিতে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেন ক্যামেরন গ্রিন। ছবি-ক্রিকইনফো

‘দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ’ – ওয়েস্ট ইন্ডিজ যেন চতুর্থ টি-টোয়েন্টিতে এমন পণ নিয়েই নেমেছিল। ২০৬ রানের বড় পুঁজি পেল বটে, কিন্তু দলের সর্বোচ্চ রান ছিল মোটে ৩১; দশে মিলে রান করেই এই পাহাড় দাঁড় করিয়েছিল দলটা। 

যদিও অস্ট্রেলিয়ার সামনে এ পাহাড়ও টিকল না শেষমেশ। ক্যারিবিয়ানে অজিদের ‘রাজ’ চললই। ৪ বল আর ৩ উইকেট হাতে রেখে এই রান তাড়া করে ফেলে সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই ছিল আক্রমণাত্মক। ওপেনার ব্রেন্ডন কিং করেন ১৮ রান আর শাই হোপ করেন ১০ রান। তবে দুজনই ফিরে যান শাভিয়ের বার্টলেটের বলে। এরপর শারফেন রাদারফোর্ড খেলেন ঝড়ো ইনিংস—মাত্র ১৫ বলে করেন ৩১ রান। সেটাই শেষ পর্যন্ত হয়ে রইল ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সর্বোচ্চ রান। 

কিন্তু এরপর একের পর এক উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে রান ঠিকই উঠেছে ফাঁকে ফাঁকে। তবে এরপরও এক পর্যায়ে ১৫৩ রানে ৭ উইকেট খুইয়ে বসে দলটা। শেষ দিকে জেসন হোল্ডার (২৬) আর ম্যাথিউ ফোর্ড শেষ দিকে ঝড় তোলেন। দলের রান তাতে ২০০ ছাড়ায়।

জবাবে অস্ট্রেলিয়া শুরুতেই চাপে পড়ে যায়। অধিনায়ক মিচেল মার্শ প্রথম বলেই আউট হন। এরপর গ্লেন ম্যাক্সওয়েল আর জশ ইংলিস গড়েন ৬৬ রানের জুটি। ম্যাক্সওয়েল মাত্র ১৮ বলে করেন ৪৭ রান, মারেন ৬টি ছক্কা। ইংলিস করেন ৫১ রান, খেলেন ৩০ বল।

১৩৪ রানে ৫ উইকেট খুইয়ে আবার চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তখন দলকে রক্ষা করেন ক্যামেরন গ্রিন। তিনি খেলেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। সঙ্গে ছিলেন আরন হার্ডি (২৩)। দুজনে মিলে গড়েন ৫১ রানের জুটি।

ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা জেতার সুযোগ তৈরি করেছিল। ১৯তম ওভারে রোমারিও শেফার্ড ক্যাচ ফেলেন গ্রিনের। সে ভুলটাই ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিকদেরকে।

শেষ পর্যন্ত গ্রিন আর শন অ্যাবট ম্যাচটা শেষ করেন। হোল্ডার ও হোসেইন চেষ্টা করলেও থামাতে পারেননি অস্ট্রেলিয়াকে। আবারও ২০০ রান করেও হার মানে ওয়েস্ট ইন্ডিজ।


Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম