ভারতের দেশপ্রেম একেক সময় একেক রকম, মন্তব্য সেই কানেরিয়ার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৩:০৩ পিএম
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। ছবি- ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার দানিশ কানেরিয়া। তার মতে, পাকিস্তানের বিপক্ষে ক্রিকেট খেলা নিয়ে ভারত একেক সময় একেক ধরনের আচরণ করছে।
এক্সে দেওয়া পোস্টে কানেরিয়া লেখেন, ‘ভারতীয় খেলোয়াড়রা বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) বয়কট করল, বলল এটা জাতীয় দায়িত্ব। কিন্তু এখন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলা ঠিক আছে? যদি পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা ঠিক হয়, তাহলে ডব্লিউসিএল-এও খেলা উচিত ছিল। সুবিধামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাকে খেলাই থাকতে দিন, প্রচারণার হাতিয়ার বানাবেন না।’
গত ২০ জুলাই ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল এজবাস্টনে। তবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের সেই ম্যাচটি বাতিল হয়ে যায়। ডব্লিউসিএল কর্তৃপক্ষ পরে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে, যদিও বাতিলের নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
তবে ভারতের একাধিক সংবাদমাধ্যম জানায়, শচীন টেন্ডুলকার, হরভজন সিং, ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও সুরেশ রায়নার মতো খেলোয়াড়রা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছিলেন। এতে করে ভারতীয় দল অংশ নিতে কিছু শর্ত দেয়, যা পূরণ না হওয়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়।
তবে অন্যদিকে, এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য ভারত সম্মতি দিয়েছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করেছে। ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
এই টুর্নামেন্ট মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’ তে আছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হবে। পাকিস্তান খেলবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। ভারত ও পাকিস্তান যদি সুপার ফোরে ওঠে, তাহলে আবারও মুখোমুখি হবে ২১ সেপ্টেম্বর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।
এদিকে মাঠের খেলায় ডব্লিউসিএল-এ দুর্দান্ত খেলছে পাকিস্তান চ্যাম্পিয়নস। ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নসের বিপক্ষে ৪৯ রানে জয় পেয়েছে তারা। শতরান করেছেন কামরান আকমল। ভারতের দলটা ছিল অনেকটা দুর্বল, তারা টানা দ্বিতীয় ম্যাচে হেরে বসেছে। শেষ ওভারে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ২০৪ রান তাড়া করে জয় পেয়েছে।
