|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের বক্সিংয়ে এখন নতুন সেনসেশন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। ২০২৩ সালের চীনের হাংজু এশিয়ান গেমসে জিনাত বাংলাদেশের হয়ে প্রথম খেলেন। জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাবেক সভাপতি ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহসভাপতি শেখ বশির আহমেদ মামুনের মাধ্যমেই তার বাংলাদেশের হয়ে খেলার পথচলা শুরু। এখন তাকে ঘিরেই বাংলাদেশের বক্সিংয়ের আশা-ভরসা। রোববার জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে খেলতে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে এসে জিনাত নিজেকে নিয়ে প্রত্যাশা ব্যক্ত করলেন এভাবে, ‘আগামী বছর এসএ গেমস, কমনওয়েলথ, এশিয়ান গেমস রয়েছে। আমি প্রতি আসরেই বাংলাদেশের হয়ে পদক জিততে চাই। আমি যখনই কোনো গেমে নামি জয়ের চেষ্টা করি। বাংলাদেশে খেলার পেছনে মামুন আঙ্কেলের অবদান অনেক। তার প্রতি কৃতজ্ঞতা।’ ১৯৮৬ সালে সিউল এশিয়াডে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতেছিলেন। দীর্ঘ দিন পর আশার আলো দেখাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার।
