Logo
Logo
×

খেলা

আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:৫৭ এএম

আবারও ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

টানা দ্বিতীয়বার ইউরো চ্যাম্পিয়ন বনেছে ইংলিশ মেয়েরা। সংগৃহীত ছবি

ভালো প্রতিশোধ হলো বটে! দুই বছর আগে স্পেনের মেয়েদের কাছে বিশ্বকাপ শিরোপা খুইয়েছিল ইংল্যান্ড। বদলা এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপে। ইংলিশ মেয়েদের এটি টানা দ্বিতীয় ইউরো। আর এবারই প্রথম ইংলিশ কোনো ফুটবল দল মর্যাদার শিরোপা জিতল বিদেশের মাটিতে।

সুইজারল্যান্ডের বাসেলে ইউরোর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা ছিল। ১৯৬৬ বিশ্বকাপ ইংল্যান্ড জিতেছিল নিজেদের মাঠে। মেয়েদের দল ২০২২ ইউরোও ঘরের মাঠে। এবার দেশের বাইরে।

শিরোপা ভাগাভাগির লড়াইয়ে কেউ কারও থেকে এগিয়ে যেতে পারেনি। ১২০ মিনিটের লড়াই শেষে ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। স্পেনের প্রথম চার শটের তিনটি শটিই ঠেকিয়ে দেন ইংলিশ গোলরক্ষক। অন্যদিকে ইংল্যান্ড প্রথম চার শটের দুটিতে গোল করার পর পঞ্চম শট নিতে আসেন ক্লোয়ি কেলি। শিরোপা নির্ধারণী শটটিতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড।

দলের শিরোপা জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত কেলি বলেন, ‘আমি শান্ত ছিলাম, সংযত ছিলাম। আমি জানতাম বলটা জালে জড়াবে।’ ২০২২ ইউরোর ফাইনালেও জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই।

এদিন, প্রথমার্ধে ম্যাচের ২৫ মিনিটে এগিয়ে যায় স্পেন। বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে সমতায় ফেরে ইংল্যান্ড। বাকি সময় দুই দলের কেউ পায়নি গোল। খেলা টাইব্রেকারে পৌঁছালে শেষ হাসি হাসে ইংল্যান্ড।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম