Logo
Logo
×

খেলা

‘পাকিস্তান সিরিজের মতো উইকেটে খেললে কোনো লাভ নেই’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১০:০৯ পিএম

‘পাকিস্তান সিরিজের মতো উইকেটে খেললে কোনো লাভ নেই’

পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশ জয় পেলেও ক্রিকেটারদের পারফরম্যান্সে খুশি নয় টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খান বলেছেন, পাকিস্তান সিরিজের মতো উইকেটে খেললে আমরা কোনো উপকার পাব না। 

পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ১১০ রানে অলআউট করে বাংলাদেশ জয় পায় ৭ উইকেটে। দ্বিতীয় ম্যাচে  ১৩৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচ জিতে ৮ রানে। সিরিজের শেষ ম্যাচে ১৭৯ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অলআউট হয় ১০৪ রানে।

বাংলাদেশ সিরিজ জিতলেও ক্রিকেটারদের ব্যাটিংয়ে হতাশ টিম ম্যানেজমেন্ট। বর্তমান সময়ে টি-টোয়েন্টিতে দুইশতাধিক রান করেও ম্যাচ জিততে ঘাম ঝরাতে হচ্ছে শক্তিশালী দলগুলোকে। অথচ বাংলাদেশ একশ রান করতেই অলআউট।

ব্যাটিংয়ের এই দৈন্যদশা কাটাতে না পারলে সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ এবং আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে ধরা খাবে টাইগাররা। 

তাইতো বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেছেন, ‘পাকিস্তান সিরিজে যে উইকেটে খেলা হয়েছে এমন উইকেটে খেললে ক্রিকেটারদের কোনো উন্নতি হবে না।’

তিনি আরও বলেন, ‘এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে থাকা হংকংও কিন্তু খারাপ দল নয়। শ্রীলংকা ও আফগানিস্তান তো শক্তিতে আমাদের সমান। এশিয়া কাপে সুপার ফোরে খেলতে হলে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।’

সবশেষ শ্রীলংকা সফরে ওপেনার নাঈম শেখকে এক ম্যাচে চার নম্বর পরিজশনে খেলিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে টেনেটুনে ৩৪ রান করেন তিনি। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ওপেনিংয়ে নেমে দুই ম্যাচে ব্যর্থ নাঈম। তার পারফরম্যান্স নিয়ে আকরাম খান বলেন, ‘নাঈম ভালো ব্যাটসম্যান। কিন্তু তার ব্যাটিং এপ্রোচে পরিবর্তন আনতে হবে।’ 

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম