Logo
Logo
×

খেলা

স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরে তোপের মুখে দর্শক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১২:৩৮ পিএম

স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি পরে তোপের মুখে দর্শক

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পাকিস্তানের জার্সি পরে বিপাকে দর্শক। সংগৃহীত ছবি

ওল্ড ট্রাফোর্ডে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে এসেছিলেন এক দর্শক। গায়ে ছিল পাকিস্তানের জার্সি। স্টেডিয়ামের গেট পেরিয়ে দর্শক সারিতেও বসেছিলেন। নির্বিঘ্নে যখন খেলা দেখছিলেন, তখন সিকিউরিটি থেকে লোক এসে তাকে জানান, ‘হয় জার্সি খুলে ফেলুন, নয়তো ঢেকে দিন।’ জার্সি নিয়ে সেই ঘটনা এখন বিতর্কে রূপ নিয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমের মতে, ম্যানচেস্টারে টেস্ট দেখতে যাওয়া ওই দর্শকের নাম ফারুক নজর। তিনি ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি তাকে তার পরা সবুজ পাকিস্তান জার্সি ঢেকে রাখার অনুরোধ করছেন।

পুরো ঘটনার ভিডিও করেন নজর। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা লোকটি কারণ হিসেবে বলেন, অংশগ্রহণকারী দুই দল ছাড়া অন্য কোনও টিমের জার্সি পরে এলে সেটা অনুমতি দেওয়া হয় না। তবে নির্দেশ মানেননি ওই সমর্থক। জার্সি খুলতে অস্বীকার করেন। ঘটনা এরপর আরও দূর গড়ায়।

স্থানীয় পুলিশ এবং উচ্চস্তরের নিরাপত্তারক্ষীরা এসে হস্তক্ষেপ করেন। পাকিস্তানের ওই সমর্থককে বসার জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ভারতের একাধিক পত্রিকা দাবি করছে, অনেকক্ষণ আলোচনার পরে ওই দর্শককে অনুমতি দেওয়া হয় পাকিস্তানের জার্সি পরেই ম্যাচ দেখার। তবে নিরাপত্তা কর্মীদের কথা বলার ধরণ ও আচরণ নিয়ে বিতর্ক তুঙ্গে ওঠে।

ওই ঘটনা ঠিক টেস্টের কোনদিন ঘটেছে, তা জানা যায়নি। তবে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকে নিরাপত্তারক্ষীদের এই আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে আবার জানিয়েছেন, এতদিনের রীতি মেনে চলাই উচিত।

স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী, কোনও আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণকারী দুই দল ছাড়া অন্য কোনও দলের জার্সি পরে বা সামগ্রী নিয়ে আসা যাবে না। ভাইরাল ঘটনাটি গণমাধ্যমে উঠে আসলে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করা ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব জানায়, ঘটনার সত্যতা উদঘাটনে তদন্ত শুরু করেছে তারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম