সিডনিতে নেই বাংলাদেশের কেউ, বাফুফের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানানো হয়েছিল, তবে কেউ যাননি। সিডনির অপেরা হাউসের বিপরীতে এশিয়ান কাপ ট্রফির ফটোশ্যুটেও স্বাভাবিকভাবেই ছিল না বাংলাদেশ। আজ ড্র অনুষ্ঠানেও থাকবেন না কেউ। তবে কেন প্রতিনিধি পাঠায়নি, তা জানায়নি বাফুফে।
অস্ট্রেলিয়ার সিডনিতে নারী এশিয়ান কাপের ড্রয়ে যোগ দিতে অংশগ্রহণকারী দেশের অধিনায়ক, কোচ কিংবা দেশের অফিসিয়ালসরা অংশ নিয়েছেন। তবে এমন মঞ্চে নেই প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে খেলা বাংলাদেশের কেউ। তা নিয়ে চলছে বিস্তর সমালোচনা। বাফুফের পেশাদারত্বের অভাবও দেখছেন কেউ কেউ।
সুযোগ পেয়েও এমন অনুষ্ঠানে কেন কেউ থাকেননি, জানতে চাইলে বাফুফের কর্মকর্তারা এড়িয়ে গেছেন। বাফুফের নির্বাহী সদস্য ও নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ অবশ্য সভাপতি তাবিথ আউয়ালের ওপর ঠেলে দিয়েছেন উত্তর, ‘কেন কেউ যায়নি, তা নিয়ে কিছু বলতে পারব না। আপনি সভাপতিকে জিজ্ঞেস করতে পারেন।’
অংশগ্রহণকারী দলগুলোর কোচ, খেলোয়াড়রা ট্রফি নিয়ে ফটোসেশন করে সোমবার। সেখানে স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়া, তাইওয়ান, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও ভিয়েতনামের প্রতিনিধি উপস্থিত ছিল। বাংলাদেশের ছাড়াও জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন ফটোসেশনে যোগ দেয়নি। তবে তাদের প্রতিনিধি রাখা হয়েছে ড্র অনুষ্ঠানে।
এশিয়া কাপের ড্র’তে চার নম্বর পটে রয়েছে আফঈদা খন্দকাররা। একই পটে থাকায় ভারত ও ইরানের গ্রুপে পড়বে না পিটার বাটলারের শিষ্যরা। এক নম্বর পটে আছে অস্ট্রেলিয়া, জাপান ও উত্তর কোরিয়া। এই তিন দলের একটির সঙ্গে বাংলাদেশকে খেলতে হবে। দ্বিতীয় পটে রয়েছে চীন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। ভাগ্যসুপ্রসন্ন হলে বাংলাদেশ ভিয়েতনামের গ্রুপে পড়তে পারে।
১২ দলের ড্র অনুষ্ঠানে বাংলাদেশেরই কোনো প্রতিনিধি নেই। আজ বিকেল ৩টায় সিডনিতে অনুষ্ঠিত হবে মেয়েদের এশিয়ান কাপের ড্র। আসরটি মাঠে গড়াবে আগামী ১-২১ মার্চ। অস্ট্রেলিয়ার তিন শহরে বসবে মেয়েদের এশিয়ার সেরা হওয়ার লড়াই।

