গম্ভীর মানেই বিতর্ক, এবার জড়ালেন মাঠকর্মীদের সঙ্গে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ০৪:৪৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভারতীয় বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার গৌতম গম্ভীর। তার নেতৃত্বে দুইবার আইপিএল শিরোপা জিতেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।
শুধু তাই নয়, সবশেষ আইপিএলে কলকাতার কোচের দায়িত্ব পালন করে শাহরুখ খানকে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর। যে কারণে তাকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
ব্যক্তিগত পারফরম্যান্স, অধিনায়ক এবং কোচ হিসেবে সফল হলেও নামে গম্ভীর বাস্তবে বদ মেজাজি। ক্রিকেট ক্যারিয়ারে প্রতিপক্ষের সঙ্গে বহু ম্যাচে বাগবিতন্ডায় জড়িয়েছেন গম্ভীর। গত দুদিন আগে গম্ভীরকে গলা নিচু করে সংবাদ সম্মেলনে কথা বলার পরামর্শ দিয়েছেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জেকার।
মাঞ্জেকার বলেছেন, ‘দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠছে, গম্ভীরকে সব প্রশ্নের জবাব দিতে হবে। তা না করে ও বড় বড় কথা বলছে। ওর বড় বড় কথা বলা উচিতই নয়।’
ইংল্যান্ড সফরে ওভালে খেলা শুরু হওয়ার দুই দিন আগে বিতর্কে জড়ান গৌতম গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে তার। পরিস্থিতি সামলান সীতাংশু কোটাক-সহ ভারতের সহকারী কোচরা। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়েরের হুমকি দিয়েছেন মাঠকর্মীরা।
মঙ্গলবার ওভালে প্রথম অনুশীলন ছিল ভারতীয় দলের। মাঠে যাওয়ার পর সেখানকার ব্যবস্থা দেখে খুশি হতে পারেননি গম্ভীর। মাঠকর্মীদের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। কিছু ক্ষণের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রেগে যান গম্ভীর। আঙুল উঁচিয়ে কথা বলা শুরু করেন তিনি। বার বার চিৎকার করে তাকে বলতে শোনা যায়, ‘আমাদের কী করতে হবে সেটা আপনারা বলতে পারেন না।’
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেখানে ছুটে যান সীতাংশু কোটাক-সহ ভারতের সহকারী কোচরা। তারা গম্ভীরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান।
জানা যায়, ওভালের মাঠকর্মীরা হুমকি দিয়েছেন যে, গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। তাতেও নিজের অবস্থান থেকে সড়েননি গম্ভীর। তাকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘আপনারা গিয়ে যা খুশি করতে পারেন। কিন্তু আমরা কী করব সেটা বলতে পারেন না।’
গম্ভীর ঠিক কোন কোন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ তা জানা যায়নি। বার বার ‘আমরা কী করব সেটা বলতে পারেন না’, এই কথার মাধ্যমে তিনি মাঠকর্মীদের কী বলতে চেয়েছেন তা-ও প্রকাশ্যে আসেনি। তবে এটুকু বোঝা গিয়েছে, কোনও বিষয়ে মাঠকর্মীরা তাকে কিছু নির্দেশ দিয়েছেন। তাতেই ক্ষেপে গিয়েছেন গম্ভীর। ফলে প্রকাশ্যেই বাগবিতণ্ডায় জড়িয়েছেন তিনি।
মেজাজ হারিয়ে বিতর্কে জড়ানোর ঘটনা গম্ভীরের ক্যারিয়ারে কম নয়। খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের শহিদ আফ্রিদি ও কামরান আকমলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন গম্ভীর। পরে আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন মাঠেই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায় বিরাট কোহলির সঙ্গেও বিবাদে জড়ান গম্ভীর। তার জন্য শাস্তিও পেতে হয়েছিল গম্ভীরকে। এখন তিনি ভারতীয় দলের কোচ হয়ে মাঠকর্মীদের সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ালেন।
