Logo
Logo
×

খেলা

কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাটলার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৯:৩৯ এএম

কঠিন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাটলার

এশিয়া কাপের মূলপর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। সংগৃহীত ছবি

এশিয়ান কাপের বি-গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তান। গ্রুপটি অনেক কঠিন মানছেন বাংলাদেশ দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার।

মঙ্গলবার তিনি বলেন, ‘গ্রুপটি খুবই কঠিন। তবে আমি মুখিয়ে আছি খেলার জন্য। আমার মনে হয়, এটা মেনে নেওয়া এবং উপভোগ করা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ১২ মাস আগে আমরা চাইনিজ তাইপের বিপক্ষে খেলেছি। তখন বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছি। তারপর থেকে ধীরে ধীরে দলে পরিবর্তন এনেছি, উন্নতি করেছি এবং ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হয়েছি।’

গত এক বছরে আফঈদাদের এই দলটিকে ভালো বলছেন কোচ, ‘১২ মাস আগের চেয়ে আমরা এখন ভালো দল। ছয় এমনকি তিন মাস আগের চেয়ে ভালো অবস্থানে আছি। আমরা উন্নতির পথে আছি।’ 

এশিয়া কাপে প্রতিপক্ষদের চ্যালেঞ্জ হিসাবে নিয়ে পিটারের মন্তব্য, ‘চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই। কিন্তু সব কিছুই সম্ভব। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই। সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা ভালো খেলার ছাপ রাখব।’

কোচের কথায়, ‘আমার পরিকল্পনা আছে। তবে সব কিছু নির্ভর করছে বাফুফের অর্থায়নের ওপর। কথা বলা সহজ। আমি বলতে পারি, আমি সৌদি আরবে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আমি শুধু অনুরোধ করতে পারি, বাকিটা বাফুফের ব্যাপার। আমি পরিকল্পনা ও কৌশল দিয়ে থাকি, এরপর সব নির্ভর করে কর্তৃপক্ষের ওপর, যাদের অর্থের ব্যবস্থা করতে হবে। আশা করছি, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলতে পারব।’

পিটার বলেন, ‘সত্যি বলতে, আমার স্কোয়াড প্রায় ঠিক হয়ে গেছে। কিছু ছোটখাটো পরিবর্তন হতে পারে। আমাদের অনূর্ধ্ব-২০ দল খুবই ভালো করেছে। জাতীয় দলের নির্বাচনে তারা বড় ভূমিকা রেখেছে। এছাড়া আমাদের আরও কিছু খেলোয়াড় রয়েছে, যাদের প্রয়োজন হলে ডাকা হবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম