জাতীয় লিগে ভালো করলে খুলে যেতে পারে বিশ্বকাপের দুয়ার
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১২:১১ পিএম
২০২৪ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর। ছবি- ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দেশীয় খেলোয়াড়দের পারফরম্যান্স দেখার বড় সুযোগ হিসেবে আসছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণ। এই আসরে ভালো করলেই খুলে যেতে পারে বিশ্বকাপের দুয়ার। সেপ্টেম্বরের ১৫ তারিখ শুরু হয়ে অক্টোবরের ৪ তারিখ পর্যন্ত চলবে এই আসর।
গতবার এই টুর্নামেন্টে তরুণ অনেক ক্রিকেটার নজর কেড়েছিলেন। এবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশায় আছে, এখান থেকে পাওয়া যাবে নতুন কিছু মুখ, যারা বিশ্বকাপের জন্য তৈরি হতে পারবেন।
বিসিবির হেড অব প্রোগ্রামস মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, এই টুর্নামেন্ট না হলে বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তিনি বলেন, ‘এই ঘরোয়া টি-টোয়েন্টি না হলে বলা কঠিন, আমরা নতুন কাউকে নিতে পারব কি না। যদি ভালো পারফরমার পাই... কারণ অনেক খেলোয়াড় প্রত্যাশামতো পারফর্ম করেনি। যদি ২–১ জন পারফরমার পাই, তাহলে তাদের নিয়ে গড়া যাবে। বিশ্বকাপের জন্য ছয় মাস সময় পাওয়া যাবে।’
নান্নু আরও বলেন, ‘বিশ্বকাপ নিয়ে এগোতে গেলে ২০ জনের একটা পুল থাকা উচিত।’ সেই পরিকল্পনার অংশ হিসেবেই এনসিএল টি-টোয়েন্টিকে দেখছে বিসিবি।
এবারের টুর্নামেন্টের জন্য তিনটি ভেন্যু ঠিক করা হয়েছে। পরিকল্পনা করা হয়েছে যেন খেলার উইকেট হয় স্পোর্টিং উইকেট, যাতে বড় টুর্নামেন্টের মতো পরিবেশে খেলোয়াড়রা মানিয়ে নিতে পারে।
এনসিএলের চার দিনের আসরটি শুরু হবে অক্টোবরের ১৫ তারিখ থেকে। এবারই প্রথমবারের মতো ভাবা হচ্ছে, প্রতিটি দলে একজন ব্যাটার ও একজন পেসার—এই দুই ধরনের বিদেশি ক্রিকেটারকে রাখা হতে পারে।
নান্নু বলেন, ‘টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে আমরা এনসিএলের লংগার ভার্সনে এই প্রস্তাব দেব।’ তিনি আরও বলেন, ‘চার দিনের প্রতিযোগিতা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হোক, সেটাই আমাদের লক্ষ্য।’
তবে অক্টোবরে বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে কিছু সমস্যাও আছে। এই সময় উপমহাদেশের অনেক দেশের ঘরোয়া লিগ চলে, তাই বিদেশি ক্রিকেটার পাওয়া কঠিন হতে পারে।
এদিকে আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে বিসিএলের চার দিনের প্রতিযোগিতা। আলোচনায় আছে, শ্রীলঙ্কা ‘এ’ বা আফগানিস্তান ‘এ’ দলের মতো কোনো বিদেশি দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারে।
