বুমরাহর মতো স্টোকসও আছেন চোট ঝুঁকিতে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঘুরেফিরে আসছে ওয়ার্কলোড শব্দটি। জাসপ্রিত বুমরাহকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ভারত। সিদ্ধান্তও জানিয়ে দিয়েছে শুবমান গিলদের বোর্ড। প্রশ্ন উঠেছে এরপরই, ওভাল টেস্টে কি খেলবেন চোট কাটিয়ে ফেরা বেন স্টোকস?
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে দুর্দান্ত ফর্মে আছেন ইংল্যান্ডের অধিনায়ক। ম্যানচেস্টার টেস্টে স্টোকস রাজত্ব করেছেন। সেঞ্চুরির আগে নিয়েছেন ফাইফার। তারউপর দলের অধিনায়ক। সিরিজও আছে শঙ্কায়।
পাঁচ টেস্টের সিরিজ এখন পর্যন্ত অবশ্য ইংল্যান্ডের পক্ষে। ভারত এক জয়ের বিপরীতে দুটিতে হেরেছে। স্টোকসের দলও ২-১ ব্যবধানে এগিয়ে। সিরিজের শেষ অর্থাৎ পঞ্চম টেস্টটি তাই গুরুত্বপূর্ণ। শুবমানদের এই লড়াইয়ে হারাতে না পারলেও হার রুখতে হবে ইংলিশদের। তাহলেই মিলবে মর্যাদার ট্রফি।
হারলে ভাগাভাগি করতে হবে সিরিজ, এমন সমীকরণ সামনে রেখে স্টোকস নিজেকে নিয়েই ঝুঁকি নিতে চান। দ্য ওভালে থাকার নিশ্চয়তাও একটু ঘুরিয়ে দিয়ে দিয়েছেন ইংলিশ অধিনায়ক, ‘ওভালে আমি খেলব না—এরকম সম্ভাবনা খুব কম। মানসিকভাবে ভালো আছি। শরীরও ফিট হচ্ছে। তবে এই সিরিজে যথেষ্ট ওয়ার্কলোড গিয়েছে।”
ম্যানচেস্টারে নামার আগেও চোটে পড়েছিলেন স্টোকস। বল করার সময় কয়েকবার অস্বস্তিতে ভুগতেও দেখা গেছে তাকে। তবে পারফর্ম্যান্সে অনবদ্য ছিলেন।
ম্যানচেস্টারে নামার আগেও চোটে পড়েছিলেন স্টোকস। বল করার সময় কয়েকবার অস্বস্তিতে ভুগতেও দেখা গেছে তাকে। তবে পারফর্ম্যান্সে অনবদ্য ছিলেন। চোট মানিয়েই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, বোলিংয়ে নিয়েছিলেন ফাইফার। তবে ওয়ার্কলোডও কমিয়ে এনেছিলেন।
ভারতের সঙ্গে ড্র মেনে নেওয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে মোটে ১১ ওভার বল করেছিলেন। আগের ইনিংসে ভারতকে ধসিয়ে দিতে ২৪ ওভারে নিয়েছিলেন ৫ উইকেট। টালমাটাল অবস্থায় থাকা সিরিজের শেষ ম্যাচটিতেও খেলতে চান স্টোকস। আগামীকাল বিকালে শুরু হতে যাওয়া টেস্টে তিনি যে থাকছেন, তা অনেকটা নিশ্চিত। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। দলও জানায়নি ইংল্যান্ড।
স্টোকসের মতো সাহসী অবশ্য হতে পারেননি বুমরাহ। আগেই জানা ছিল, পাঁচ টেস্টের তিনটিতে খেলতে পারবেন তারকা পেসার। প্রথম টেস্টের পর তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলেছেন। কোটা পূরণ হওয়ায় বুমরাহকে নিয়ে ঝুঁকি নেয়নি ভারতের বোর্ড। কাল সিরিজ বাঁচানোর ম্যাচে তাকে রেখেই একাদশ সাজাবে ভারত।

