জিম্বাবুয়ে ১৪৯, নিউজিল্যান্ড ৯২/০
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জিম্বাবুয়ে ১৪৯ রানে অলআউট। নিউজিল্যান্ড বিনা উইকেটে ৯২। বুলাওয়ে টেস্টের প্রথমদিনের খেলার সারাংশ।
স্বাগতিকদের প্রথম ইনিংস সংকুচিত করার জন্য প্রধানত দায়ী ম্যাট হেনরি। ১৫.৩ ওভারে ৩৯ রান দিয়ে ছয় উইকেট নেন এই ডান-হাতি কিউই পেসার।
তিনি ভালো সমর্থন পান আরেক ডান হাতি পেসার নাথান স্মিথের কাছ থেকে। স্মিথ তিন উইকেট নেন ১৪ ওভারে ২০ রান দিয়ে।
জিম্বাবুয়ের ইনিংসে দুই অঙ্কের রান চারজনের। এর মধ্যে সর্বোচ্চ ৩৯ রান আসে অধিনায়ক ক্রেইগ আরভিনের ব্যাট থেকে।
জবাব দিতে নেমে দুই কিউই ওপেনার ইয়াং ও কনওয়ে যথাক্রমে ৪১ ও ৫১ রানে অপরাজিত। নিউজিল্যান্ড পিছিয়ে ৫৭ রানে।
