Logo
Logo
×

খেলা

এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, বিশ্বাস তার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫, ১০:০৭ এএম

এশিয়া কাপের ফাইনালে খেলবে বাংলাদেশ, বিশ্বাস তার

এশিয়া কাপের আর বেশিদিন বাকি নেই। আগামী মাসেই শুরু হবে ক্রিকেটের এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে শ্রীলংকা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে। সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্টের ফাইনাল ২৮ সেপ্টেম্বর। 

বাংলাদেশ দলের ডান-হাতি পেসার খালেদ আহমেদ মনে করেন, কঠিন গ্রুপে পড়লেও বাংলাদেশের ফাইনালে খেলার সুযোগ আছে। মিরপুর স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমরা এশিয়া কাপের ফাইনালে খেলার মতো দল। যে গ্রুপে আছি এখান থেকে দুই-তিনটা ম্যাচ জিতলে ফাইনাল খেলব।’

Khaled Ahmed reacts after dismissing Henry Nicholls, Bangladesh vs New Zealand, 2nd ODI, Dhaka, September 23, 2023
খালেদ আহমেদ/ ফাইল ছবি

খালেদ লাল বলের ক্রিকেটে প্রায় নিয়মিত। তবে সীমিত ওভারের ক্রিকেটে কালেভদ্রে ডাক পান। সীমিত ওভারে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের সঙ্গে আছেন তানজিম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। 

খালেদ মনে করেন, দেশের জন্য এই প্রতিযোগিতা ভালো। তিনি বলেন, ‘প্রতিযোগিতা থাকা ভালো এটা ইতিবাচক। আমি ফিটনেস বাড়ানোর চেষ্টা করছি যেন অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি। এটা আমাকে অনুপ্রাণিত করে।’ 

বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। ১৩ সেপ্টেম্বর শ্রীলংকা এবং ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

বাংলাদেশ এ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালে খেলেছে তিন বার। ২০১২ সালের ফাইনালে খুব কাছে গিয়ে হারতে হয়েছিল পাকিস্তানের কাছে। এরপর ২০১৬ সালের ফাইনালে বাংলাদেশ হেরেছিল ভারতের কাছে। 

২০১৮ সালে প্রথমবারের মতো দেশের বাইরে এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। সেবারও ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় দলের। এরপর দুই আসর চলে গেলেও আর ফাইনালে খেলতে পারেনি বাংলাদেশ। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম