Logo
Logo
×

খেলা

অ্যাটকিনসনের পাঁচ উইকেট, তবু আঁচ লাগেনি ভারতের গায়ে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:২৬ এএম

অ্যাটকিনসনের পাঁচ উইকেট, তবু আঁচ লাগেনি ভারতের গায়ে

গাস অ্যাটকিনসনের তোপের মুখে ভারত অলআউট হয়েছিল মোটে ২২৪ রান তুলে। তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি গেল সফরকারীদের হাত থেকে। তবে মোহাম্মদ সিরাজ আর প্রসিধ কৃষ্ণা সেটা হতে দেননি। দুজন তুলে নিয়েছেন ৪টি করে উইকেট। তাতেই ইংল্যান্ডকে অলআউট হতে হলো মোটে ২৪৭ রানে। ফলে ভারত দ্বিতীয় দিন শেষেও ম্যাচে রইল ভালোভাবেই।  

অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে ইংল্যান্ড এত কম রানের লিড পায়নি আর কখনো। মোটে ২৩ রানের লিড নিল প্রথম ইনিংসে। একসময় তাদের রান ছিল এক উইকেটে ১০৯। সেখান থেকে হয়ে যায় ২১৫/৭। 

উদ্বোধনী জুটিতে ডাকেট ও ক্রলি ৯২ রান তোলেন। কিন্তু দ্য ওভাল টেস্টের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয়দিনের সেশনে ছয় উইকেট হারিয়ে স্বাগতিকরা ১০৯/১ থেকে ২১৫/৭ হয়ে যায়। 

শেষ পর্যন্ত ২৪৭ রানে তাদের প্রথম ইনিংস থামে হ্যারি ব্রুকের ৫৭ বলে ফিফটি পূর্ণ করার সৌজন্যে। এ ফিফটি টেস্টে তার ২২তম এবং এই সিরিজে তৃতীয় পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস। ৫৩ রানে তাকে বোল্ড করে ইংল্যান্ডের প্রথম ইনিংসের পর্দা নামান মোহাম্মদ সিরাজ। ইনজুরির দরুন ব্যাট করতে পারেননি ক্রিস ওকস। ক্রলি ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন। সিরাজ (৪/৮৬) ও কৃষ্ণা (৪/৬২) আট উইকেট সমান ভাগ করে নেন।

এর আগে ছয় উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয়দিন শুরু করা ভারত শেষ চার উইকেটে আর মাত্র ২০ রান যোগ করে। করুন নায়ারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫৭ রান। গাস অ্যাটকিনসন পাঁচ ও জশ টাঙ নেন তিন উইকেট। ১৩ টেস্টের ক্যারিয়ারে এটি অ্যাটকিনসনের চতুর্থ পাঁচ উইকেট। আগেরদিন এক উইকেট নেওয়া আরেক পেসার ক্রিস ওকস কাঁধের চোটে ম্যাচ থেকে ছিটকে যান। 

ভারত দ্বিতীয় ইনিংসে দিনের শেষ পর্যন্ত তুলেছে ৭৪ রান। খোয়া গেছে লোকেশ রাহুল আর সাই সুদর্শনের উইকেট। তবে ৪৯ বলে ৫১ করে অপরাজিত আছেন যশস্বী জয়সওয়াল। ভারতের লিড এখন পর্যন্ত ৫২ রানের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম