Logo
Logo
×

খেলা

ফাইনালে হারের পর পক্ষপাতের অভিযোগ, টুর্নামেন্টে আর খেলবে না পাকিস্তান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৩:৫৭ পিএম

ফাইনালে হারের পর পক্ষপাতের অভিযোগ, টুর্নামেন্টে আর খেলবে না পাকিস্তান

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে আর অংশ নেবে না পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ বাতিল এবং এর পরবর্তী ঘটনায় হতাশ হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত রাতে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় পাকিস্তান। ১৯৫ রানের বিশাল পুঁজি নিয়েও শেষমেশ ৯ উইকেটে হারে, এবি ডি ভিলিয়ার্সের সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা ম্যাচ জেতে হেসেখেলে। এরপরই এ খবর প্রকাশ পেল। 

ভারতের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে ভারতীয় খেলোয়াড়দের অংশগ্রহণ না করায় ম্যাচটি বাতিল হয়। এর আগেও ডব্লিউসিএলে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। সে ম্যাচও বয়কট করেছিল ভারত। তবে কর্তৃপক্ষ শেষমেশ ভারতকে ম্যাচের পয়েন্ট দেয়। এ নিয়েই ক্ষুব্ধ হয়েছে পিসিবি। 

এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘মহসিন নকভির সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৯তম ভার্চুয়াল বোর্ড সভায় পিসিবি অত্যন্ত হতাশার সঙ্গে লক্ষ্য করেছে, ইচ্ছাকৃতভাবে ম্যাচ থেকে সরে দাঁড়ানো দলকে পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল সংক্রান্ত ডব্লিউসিএলের সংবাদ বিজ্ঞপ্তিগুলো পক্ষপাতদুষ্ট এবং দ্বিচারিতায় ভরা।’

পিসিবি আরও বলেছে, ‘বিজ্ঞপ্তিগুলোর ভাষা এমন এক দ্বিমুখী নীতি তুলে ধরে, যেখানে ‘খেলাধুলার মাধ্যমে শান্তি’ এই ধারণাকে বেছে বেছে ব্যবহার করা হয়। রাজনৈতিক প্রভাব ও ব্যবসায়িক স্বার্থে খেলাকে জিম্মি করা হয়।’ 

পিসিবির মতে, এই পরিস্থিতি স্পষ্ট করে দেয় যে, বাইরের হস্তক্ষেপ এবং খেলার নিরপেক্ষতা লঙ্ঘনের একটি সহ্য করা যায় না এমন ধরন প্রতিষ্ঠিত হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঘটনায় পিসিবি কঠোর অবস্থান নিতে বাধ্য হয়েছে। যেখানে খেলার ন্যায্যতা ও পক্ষপাতহীন পরিচালনা বহিরাগত চাপে ভেঙে পড়ছে, সেখানে পিসিবি আর অংশগ্রহণ করতে পারে না।’

এর আগে ভারতীয় ব্যাটসম্যান শিখর ধাওয়ান ও তার কয়েকজন সতীর্থ বার্মিংহামের লিগ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হতে চাননি। পরে সেমিফাইনালের ম্যাচেও ভারত অংশ নেয়নি। 

ভার্চুয়াল বোর্ড সভায় উপস্থিত ছিলেন পিসিবির শীর্ষ কর্মকর্তা সুমাইর আহমেদ সৈয়দ, সালমান নাসির, জহির আব্বাসসহ আরও অনেকে। এছাড়া সভায় অংশ নেন জাহিদ আখতার জামান, সাজ্জাদ আলী খোখর, জাফরউল্লাহ জাদগাল, তানভির আহমেদ, তারিক সরোয়ার, মুহাম্মদ ইসমাইল কোরেশি, আনোয়ার আহমেদ খান, আদনান মালিক, উসমান ওয়াহলা এবং মীর হাসান নকভি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম