Logo
Logo
×

খেলা

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৫:০০ পিএম

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ভারতের জয়

শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ভারতীয় ক্রিকেট দলের জয়। লন্ডন টেস্টে জয় পাওয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ব্যবধানে ড্র করল ভারত। 

সোমবার শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান, হাতে ছিল ৪ উইকেট। ইংল্যান্ড মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ জয় থেকে বঞ্চিত হয়।

গাস অ্যাটকিনসনের স্টাম্প উড়িয়ে দিয়েই ভারতকে নাটকীয় জয় উপহার দেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। ৫ উইকেট নিয়ে ভারতকে ৬ রানে জিতিয়ে নায়ক বনে যান সিরাজ।

ওভালে চতুর্থ ইনিংসে রেকর্ড ৩৭৪ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে তীরে গিয়ে তরী ডুবায় ইংল্যান্ড। মাত্র ৬ রানের জন্য হার মানতে হয় ইংরেজদের।

দলের জয়ে হ্যারি ব্রুক, জো রুট ও বেন ডাকেটরা অসাধারণ ব্যাটিং করেন। কিন্তু লেজের ব্যাটসম্যানরা বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিতে না পারায় ঘরের মাঠেই হেরে যায় ইংল্যান্ড।

চতুর্থ ইনিংসে হ্যারি ব্রুক সর্বোচ্চ ১১১ রান করেন। ১০৪ রান করেন সাবেক অধিনায়ক জো রুট। ৫৪ রান করেন বেন ডাকেট।

দলীয় ৩৩৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জো রুট আউট হওয়ার পর দলের হাল ধরতে পারেননি জেমি স্মিথ, জেমি ওভারটন, জশ টাঙুই ও গাস অ্যাটকিনসনরা। শেষ দিকে ইংল্যান্ড মাত্র ৩০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে সিরিজ জয় থেকে বঞ্চিত হয়।

লন্ডনের কিংস্টন ওভালে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ খেলায় টস হেরে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন গাস অ্যাটকিনসন। ৩ উইকেট নেন জশ টঙ্গুই।

জবাবে ব্যাট করতে নেমে ২৩ রানের লিড নিয়ে ২৪৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। ৫৩ রান করেন হ্যারি ব্রুক। ৪৩ রান করেন বেন ডাকেট। ভারতের হয়ে ৪টি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

২৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার জশস্বী জয়সওয়ালের সেঞ্চুরি (১১৮), আকাশ দীপ (৬৬), রবিন্দ্র জাদেজা (৫৩) আর ওয়াশিংটন সুন্দরে (৫৩) ফিফটিতে ভর করে ৩৯৬ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন জশ টাঙ্গুই। ৩ উইকেট নেন গাস অ্যাটকিনসন।

৩৭৪ রানের লক্ষ্য তাড়া করে জয় পেতে হলে ইতিহাস গড়তে হতো ইংল্যান্ডকে। কারণ ওভালে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করে জয়ের রেকর্ড হলো ২৬৩। ইংল্যান্ড এই কীর্তি গড়েছিল ১২৩ বছর আগে, ১৯০২ সালে। সেই ম্যাচে তারা জিতেছিল ১ উইকেটে। তার মানে ওভাল টেস্টে জিততে হলে ইতিহাস গড়তে হবে ইংল্যান্ডকে।

হ্যারি ব্রুক (১১১) আর জো রুটের (১০৪) সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। দলীয় ৩৩৭ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে জো রুট আউট হওয়ার পর শেষ চার ব্যাটস্যান ৩০ রানের ব্যবধানে আউট হওয়ায় তীরে গিয়ে তরী ডুবে ইংল্যান্ডে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম