Logo
Logo
×

খেলা

কাজাখস্তানে যাবে বিশেষ দাবা দল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাজাখস্তানে যাবে বিশেষ দাবা দল

আগামী ১৯ অক্টোবর ‘চেস অলিম্পিয়াড ফর পিপলস উইথ ডিস্যাবিলিটিজ’র দ্বিতীয় আসর বসবে কাজাখস্তানের রাজধানী আস্তানায়। এশিয়ার সাতটি দেশসহ ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশ এবং তিনটি ডিসঅ্যাবলড সংগঠনসহ ৩৪টি দল অংশ নেবে। বাংলাদেশও এই টুর্নামেন্টের জন্য নির্বাচিত হয়েছে। এ উপলক্ষ্যে পুরুষ ও নারী দল গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এ লক্ষ্যে শনিবার নারী খেলোয়াড় বাছাই দাবা প্রতিযোগিতা এবং ১৫ ও ১৬ আগস্ট পুরুষ খেলোয়াড় বাছাই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। অংশ নিতে আগ্রহী প্রতিবন্ধী নারী খেলোয়াড়দের প্রতিবন্ধী সনদসহ শনিবার সকাল সাড়ে ৯টার মধ্যে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে থাকতে বলা হয়েছে। পুরুষ খেলোয়াড়দের ১৪ আগস্টের মধ্যে প্রতিবন্ধী সনদপত্রসহ নাম জমা দিতে হবে।

পশ্চিমবঙ্গে কিকবক্সিং কোচ সর্বজিৎ চন্দ্র

ভারতের পশ্চিমবঙ্গ স্টেট কিকবক্সিং ট্রেনিং ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর। ১-৪ আগস্ট পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় ও বাংলাদেশের গুরুজি সূত্রধর। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য, বাংলাদেশ ইয়োগা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং যামিনী একাডেমি অব মার্শাল আর্টস ও যামিনী একাডেমি অব ইয়োাগার প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সর্বজিৎ। এছাড়া তিনি ওয়ার্ল্ড ইয়োগা ফেডারেশনের বাংলাদেশের প্রধান ইয়োগা কোচ এবং ইয়োগা কাউন্সিল অব এশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি কিকবক্সিংয়ে একাধিকবার জাতীয় স্বর্ণপদক পাওয়া এবং ওয়াকো এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া সাবেক ক্রীড়াবিদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম