Logo
Logo
×

খেলা

বয়সে বড় আরেক নারীর সঙ্গে ইয়ামালের প্রেম!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১০:০০ এএম

বয়সে বড় আরেক নারীর সঙ্গে ইয়ামালের প্রেম!

ইয়ামাল ও নিকোল প্রেমে মজেছেন। সংগৃহীত ছবি

খ্যাতির হাত ধরে আসে বিড়ম্বনা। বিষয়টি হাড়ে হাড়ে টের পাচ্ছেন লামিন ইয়ামাল। বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের হয়ে জাদুকরী ফুটবল খেলে মাত্র ১৮ বছর বয়সে খ্যাতির চূড়া ছোঁয়ার পর অফুটবলীয় কারণে তিনি খবরের শিরোনাম হচ্ছেন অহরহ।

গত দুই মাসে ইয়ামালের তিনজন কথিত প্রেমিকার সন্ধান মিলেছে! তিনজনই ইয়ামালের চেয়ে বয়সে বড়। তৃতীয় ও সবশেষ প্রেমিকার খবর দিয়েছেন স্প্যানিশ সাংবাদিক জাভি দে হয়োস। 

তার দাবি, ২৪ বছর বয়সি আর্জেন্টাইন র‌্যাপার নিকি নিকোলের প্রেমে মজেছেন ১৮ বছর বয়সি ইয়ামাল। গত ২৪ জুলাই বার্সেলোনার একটি নৈশক্লাবে একসঙ্গে দেখা গেছে তাদের! 

রাতভর পার্টি করে ভোরে একসঙ্গে নৈশক্লাব থেকে বের হন তারা। আগে দুবার প্রেমের গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন ইয়ামাল। 

এবার তার প্রতিক্রিয়া কী হয়, সেটাই এখন দেখার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম