মিয়ামিকে নকআউটে নিলেন সুয়ারেজ-দে পল, গ্যালারি থেকে দেখলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ১২:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চোটের কারণে লিওনেল মেসি চলে গেছেন মাঠের বাইরে। তবে মিয়ামির জয়রথ চলছে ঠিকই। তার অভাবটা যেমন আজ পূরণ করলেন লুইস সুয়ারেজ, গোল করলেন, জোড়া গোল করালেন, যার একটা আবার গেল রদ্রিগো দে পলের ভাগে। এ সবকিছুই মেসি দেখলেন গ্যালারিতে বসে। মেক্সিকান দল পুমাসের বিপক্ষে ৩-১ গোলে পাওয়া এই জয়ের ফলে ইন্টার মিয়ামি চলে গেছে নকআউটে।
মিয়ামির এই জয়ে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৮। এটি তাদের গ্রুপের প্রথম এমএলএস দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে। পরে অবশ্য সিয়াটল সুন্ডার্স নিজেদের ম্যাচে জয় তুলে নিয়ে টপকে গেছে মিয়ামিকে। ফলে নকআউটে দলটা খেলবে মেক্সিকান পয়েন্ট টেবিলের তৃতীয় দল উয়ানলের বিপক্ষে।
মেসি এখনো মাঠে ফেরেননি। ক্লাব জানিয়েছে, তার ডান পায়ে হালকা চোট আছে। নেকাক্সার বিপক্ষে আগের ম্যাচেই চোট পান মেসি। বুধবারের ম্যাচে তিনি চেজ স্টেডিয়ামের একটি স্যুটে বসে খেলা দেখেন।
মিয়ামি অবশ্য বিদায়ের শঙ্কাতেই পড়ে গিয়েছিল এই ম্যাচে। পুমাসের হয়ে ৩৪ মিনিটে গোল করেন জর্জ রুভালকাবা। ম্যাচটা ওই স্কোরলাইন নিয়ে শেষ হলে ৪ পয়েন্ট নিয়ে বিদায়ঘণ্টাও বেজে যেতে পারত তাদের। তবে সেটা হতে দেননি সুয়ারেজ। ৪৫ মিনিটে রদ্রিগো দে পল তার প্রথম গোলটি করেন মিয়ামির হয়ে। তাকে পাস দেন সুয়ারেজ।
আর্জেন্টিনার মিডফিল্ডার দে পল মেসির সঙ্গে খেলার জন্যই এমএলএসে এসেছেন। তার অভিষেক হয়েছিল আটলাসের বিপক্ষে। এরপর নেকাক্সার বিপক্ষে করেন দুটি অ্যাসিস্ট।
৫৯ মিনিটে পুমাস ডিফেন্ডার হোসে কাইসেডোর হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় মিয়ামি। স্পট কিক থেকে গোল করেন সুয়ারেজ। এটি ছিল জুনে পালমেইরাসের বিপক্ষে ক্লাব বিশ্বকাপে করা গোলের পর তার প্রথম গোল।
৬৯ মিনিটে সুয়ারেজের দ্বিতীয় অ্যাসিস্ট থেকে গোল করে ম্যাচ নিশ্চিত করেন তাদেও আলেন্দে।
এই জয়ের ফলে ইন্টার মিয়ামি এখন অনেকটাই আত্মবিশ্বাসী অবস্থানে আছে। মেসিকে ছাড়াও তারা যে জয় পেতে পারে, সেটা আবারও প্রমাণ করল তার সতীর্থরা।
