ইংল্যান্ডে কেলেঙ্কারি, ক্রিকেটারকে নিষিদ্ধ করল পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৭ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের ব্যাটসম্যান হায়দার আলি ইংল্যান্ডে কেলেঙ্কারি বাধিয়ে বসেছেন রীতিমতো। যার ফলে তিনি পড়ে গেছেন অপরাধমূলক তদন্তের মুখে। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
পিসিবি জানায়, হায়দার আলিকে ঘিরে তদন্তের বিষয়টি পাকিস্তান ‘শাহিনস’ দলের সাম্প্রতিক ইংল্যান্ড সফরের সময় ঘটে যাওয়া এক ঘটনার সঙ্গে সম্পর্কিত। ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তের ধরন সম্পর্কে পিসিবি বিস্তারিত জানায়নি।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে, সোমবার তারা ধর্ষণের একটি অভিযোগ পেয়েছে এবং ‘আমরা ২৪ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছি’। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘অভিযোগ করা হয়েছে যে ঘটনাটি ২০২৫ সালের ২৩ জুলাই বুধবার ম্যানচেস্টারের একটি স্থানে ঘটেছে। ওই ব্যক্তি পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছে এবং তদন্ত চলছে।’
ব্রিটেনে তদন্তের এই পর্যায়ে সাধারণত সন্দেহভাজনের নাম প্রকাশ করা হয় না। তবে হায়দার আলির নাম ফাঁস হয়ে গেছে এবার। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিষেধাজ্ঞা দিতেই বিষয়টা পরিষ্কার হয়ে গেল।
শাহিনস দলটি পাকিস্তানের হয়ে দ্বিতীয় সারির আন্তর্জাতিক ক্রিকেট খেলে। তাদের ১৫ দিনের ইংল্যান্ড সফর শুরু হয়েছিল ২২ জুলাই।
পিসিবি জানিয়েছে, ‘চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং এর ফল না আসা পর্যন্ত হায়দার আলিকে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হলো।’


