Logo
Logo
×

খেলা

আর্জেন্টাইন ফুটবলের সুসময় দেখাচ্ছে যে পরিসংখ্যান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৯:৪৮ এএম

আর্জেন্টাইন ফুটবলের সুসময় দেখাচ্ছে যে পরিসংখ্যান

মেসির নেতৃত্বে ২০২২ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা/ফাইল ছবি

দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর দলে খুব বেশি পরিবর্তন না এনে একই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে তারা। বিশ্বকাপ জয়ের প্রায় তিন বছর পরও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে তারা। মাঝে জিতেছে কোপা আমেরিকা। 

শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও আলো ছড়াচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকারা। বিশ্বকাপজয়ী দলের ২৩ ফুটবলারের গত তিন বছরের পারফরম্যান্স বিশ্লেষণ করেছে আর্জেন্টিনার অনলাইন ক্রীড়া সাময়িকী ‘এল গ্রাফিকো’। আর এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবলের চলমান সুসময়টা।

গত বিশ্বকাপের পর এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৫৭টি শিরোপা জিতেছেন আর্জেন্টিনার ২৩ ফুটবলার। এ সময়ে তারা গোল করেছেন ৫১৪টি। এল গ্রাফিকোর পরিসংখ্যান অনুাযায়ী, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড়দের মধ্যে এ সময়ে সবচেয়ে বেশি ৮২ গোল করেছেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। 

দ্বিতীয় সর্বোচ্চ ৮১ গোল অধিনায়ক লিওনেল মেসির। গোলগুলো মেসি করেছেন পিএসজি, ইন্টার মায়ামি ও জাতীয় দলের হয়ে। তৃতীয় সর্বোচ্চ ৬৮ গোল আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের। এছাড়া ৪৮ গোল নিয়ে আনহেল দি মারিয়া চারে ও ৩৬ গোল নিয়ে পাওলো দিবালা আছেন পাঁচে। পাঁচজনের মধ্যে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন শুধু দি মারিয়া। অর্থাৎ আগামী বিশ্বকাপে মূল খেলোয়াড়দের প্রায় সবাইকে পাবে আর্জেন্টিনা।

গোলে মার্তিনেজ এগিয়ে থাকলেও শিরোপায় এগিয়ে আলভারেজ। গত বিশ্বকাপের পর সর্বোচ্চ সাতটি ট্রফি জিতেছেন তিনি। ছয়টি ম্যানসিটির হয়ে এবং একটি আর্জেন্টিনার হয়ে। বর্তমান ক্লাব আতলেতিকো মাদ্রিদের হয়ে এখনো শিরোপা জেতা হয়নি আলভারেজের। 

পাঁচটি ট্রফি জিতে দুইয়ে নিকোলাস ওতামেন্দি। পাঁচ শিরোপার চারটি জিতেছেন তিনি বেনফিকার হয়ে। সমান চারটি করে ট্রফি জিতে মিলিতভাবে তিনে আছেন মেসি, মার্তিনেজ ও ফ্র্যাঙ্কো আরমানি। মায়ামির হয়ে দুটি এবং পিএসজি ও জাতীয় দলের হয়ে একটি করে ট্রফি জিতেছেন মেসি। 

এছাড়া এ সময়ে দি মারিয়া, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের হাতে উঠেছে তিনটি করে ট্রফি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম