Logo
Logo
×

খেলা

দোন্নারুম্মার উত্তরসূরি খুঁজে নিয়েছে পিএসজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৭:২১ পিএম

দোন্নারুম্মার উত্তরসূরি খুঁজে নিয়েছে পিএসজি

লুকাস শেভালিয়ার। ছবি: সংগৃহীত

লিলের গোলকিপার লুকাস শেভালিয়ারকে পাঁচ বছরের চুক্তিতে ৪ কোটি ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে পিএসজি। বেতনের সাথে চুক্তির শর্তানুযায়ী আরো দেড় কোটি ইউরো সম্ভাব্য বোনাস যোগ হবে বলে ইএসপিএন’র একটি সূত্র নিশ্চিত করেছে।

২৩ বছর বয়সী শেভালিয়ার ইতোমধ্যেই প্যারিসে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করেছেন। পিএসজির নতুন নাম্বার ওয়ান হিসেবে তাকে মাঠে দেখা যাবে। এর অর্থ হচ্ছে গত মৌসুমে পিএসজির ইতিহাস সৃষ্টিকারী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জিয়ানলুইজি দোন্নারুম্মা মূল দলে জায়গা হারিয়েছেন। এবারের গ্রীষ্মে তাকে নতুন ক্লাব খুঁজে নিতে হবে।

পিএসজি আর ইতালিয়ান গোলকিপার দোন্নারুম্মাকে দলে রাখতে চাইছে না। তার এজেন্ট এনজো রায়োলা জানিয়েছেন, পিএসজিকে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইন্টার মিলানের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে।

২৬ বছর বয়সির সাথে প্যারিসের জায়ান্টদের চুক্তির বর্তমান মেয়াদ আর মাত্র এক বছর বাকি ছিল। যে কারণে দোন্নারুম্মা চুক্তির মেয়াদ বাড়াতে চেয়েছিলেন। কিন্তু দুই পক্ষের মধ্যে কোন ধরনের সমঝোতার পরিবেশ খুঁজে পাওয়া যায়নি।

প্রতি মাসে সাড়ে ৮ লাখ ইউরো করে আয় করতেন দোন্নারুম্মা, যা তাকে দলের অন্যতম দামি খেলোয়াড়ে পরিণত করেছিল। নতুন চুক্তিতে তিনি বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন। একইসঙ্গে ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোসের দেওয়া বেতন কাঠামো পরিবর্তনের প্রস্তাবেও রাজি হননি।

গত মৌসুমে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দোন্নারুম্মা। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম শিরোপা জয়ের পথে লিভারপুল, আর্সেনাল ও অ্যাস্টন ভিলার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে প্রয়োজনীয় সময় প্রতিপক্ষকে হতাশ করে পিএসজিকে রক্ষা করেছেন। যদিও কোচ লুইস এনরিকে এমন একজন গোলকিপার দলে চাচ্ছিলেন, যিনি বল যোগানোর ক্ষেত্রে ও একইসঙ্গে গোলকিপিংয়ে অন্যান্য ভূমিকায় আরো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন। এসব গুণই শেভালিয়ারের মধ্যে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম