মালি থেকে ফিরে আবাহনীর অনুশীলনে নেমে পড়লেন দিয়াবাতে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০৯:২৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী লিমিটেডে যোগ দিয়েছেন সুলেমান দিয়াবাতে। গত পাঁচ মৌসুম মোহামেডানে খেলা মালির ফরোয়ার্ডকে এবার দেখা যাবে আকাশি-হলুদ জার্সিতে মাঠ মাতাতে।
রোববার মালি থেকে ফিরেই বিকালে জাতীয় স্টেডিয়ামে আবাহনীর অনুশীলনে যোগ দিয়েছেন দিয়াবাতে। এই প্রথম আকাশি-হলুদ জার্সিতে অনুশীলন করলেন তিনি।
মূলত এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ ঘিরেই মোহামেডানের ছেড়ে দেওয়া দিয়াবাতেকে দলে টেনেছে আবাহনী। মঙ্গলবার কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের সঙ্গে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচ খেলবে তারা।
২০১৮-১৯ মৌসুমে মোহামেডানে যোগ দিয়েছিলেন দিয়াবাতে। চলতি বছর ক্লাবের ইতিহাসে প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন ৩৪ বছর বয়সি এই ফরোয়ার্ড। ১৬ ম্যাচে করেছেন ১৯ গোল, যা ছিল শিরোপা জয়ের পেছনে অন্যতম চালিকা শক্তি।
২০২০-২১ মৌসুমে ২১ গোল করে মালির এই ফরোয়ার্ড হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। ২০২৩ সালের ফেডারেশন কাপের নাটকীয় ফাইনালেও দিয়াবাতে ছিলেন নায়ক। কুমিল্লায় আবাহনীর বিপক্ষে সেই রুদ্ধশ্বাস ম্যাচে একাই চার গোল করে ম্যাচ ৪-৪এ নিয়ে যান, পরে টাইব্রেকারে শিরোপা জেতে মোহামেডান।
পাঁচ মৌসুম ধরে দিয়াবাতেই ছিলেন মোহামেডানের আক্রমণের মূল ভরসা ও অধিনায়ক। বিপিএলে মোহামেডানের হয়ে খেলেছেন ১১২ ম্যাচ, গোল করেছেন ৯৬টি, সঙ্গে ৩০টি অ্যাসিস্ট। সেই তিনি এবার ভরসা হয়ে এলেন আবাহনীতে
