Logo
Logo
×

খেলা

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দলের কাছে হারল রোনালদোর আল নাসর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ এএম

স্প্যানিশ দ্বিতীয় বিভাগের দলের কাছে হারল রোনালদোর আল নাসর

নিজের নামের পাশে জ্বলজ্বল করছে দুই গোল। তবে এমন পারফর্ম্যান্স দিয়েও দলকে জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। রবিবার স্পেনের দ্বিতীয় বিভাগের আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরেছে তার দল সৌদি ক্লাব আল-নাসর।

ম্যাচটা হয়েছিল আলমেরিয়ার মাঠ ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে। সেই ম্যাচের শুরুতে ছয় মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দলটা। সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার সার্জিও আরিবাস, সাবেক আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড লিও ব্যাপটিসতাওয়ের পাস পেয়ে গোল করেন।

১৭ মিনিটে আল-নাসর সমতায় ফেরে। জোয়াও ফেলিক্স থেকে বল যায় সাদিও মানের কাছে, তার পাস থেকে রোনালদো কাছ থেকে শটে বল জালে পাঠান।

এরপর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। ম্যাচে প্রথম বারের মতো লিড নেয় আল নাসর। তখন মনে হচ্ছিল ম্যাচটা বুঝি জিতেই গেল দলটা।  

ঠিক এই সময় আলমেরিয়ার হয়ে গোল করার সহজ সুযোগ মিস করেন আরিবাস। তবে বিরতির আগে গোল করে স্বাগতিকদের আফসোসটা ঘুচিয়ে দেন আদ্রি এমবারবা। সে গোল অবশ্য আসে আল-নাসরের গোলরক্ষক নওয়াফ আলাকিদির ভয়ংকর এক ভুলে। তার ভুল পাস কেটে এমবারবা দূর থেকে দারুণ লব শটে গোল করেন। 

রোনালদো প্রথমার্ধ শেষে বদলি হয়ে মাঠ ছাড়েন। তখন কি আর আল নাসর কোচ হোর্হে হেসুস জানতেন, তার দল এভাবে ভেঙে পড়বে রোনালদোকে ছাড়া!

৬১ মিনিটে সে গোলটা হজম করে আল নাসর। গোলটা আসে সেই এমবারবার পা থেকে। সে গোলটা আর শোধ করতে পারেনি দলটা। ফলে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় সৌদি এই ক্লাবকে। তাতেই তাদের প্রস্তুতি পর্বটা শেষ হয় হারের বিষাদ নিয়ে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম