ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গাড়ির ব্যাপারে ভারতীয় ক্রিকেটাররা বরাবরই সৌখিন। মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিরা বিলাসবহুল গাড়িতে চড়েন। পিছিয়ে নেই ভারতের আরেক তারকা ক্রিকেটার রোহিত শর্মাও। সম্প্রতি নিজের গ্যারেজে এনেছেন ঝলমলে কমলা রঙের এক ল্যাম্বরগিনি উরুস এসই।
তবে গাড়ির মডেল বা দামের চেয়ে রোহিতের এই গাড়ির নম্বরপ্লেট নিয়ে চলছে তুমুল আলোচনা। নতুন গাড়ির জন্য ‘৩০১৫’ সংখ্যা বেছে নিয়েছেন তিনি। এই সংখ্যার পেছনে রহস্য খোলাসা করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
তারা জানিয়েছে, নতুন কমলা রঙের এই উরুসের নম্বরপ্লেটে ‘৩০১৫’ সংখ্যা মূলত নিজের পরিবারকে প্রাধান্য দিয়ে রেখেছেন রোহিত। ‘৩০’ তার মেয়ে সামায়রার জন্মতারিখ-৩০ ডিসেম্বর। ‘১৫’ ছেলে আহানের জন্মদিন-১৫ নভেম্বর। মজার ব্যাপার হলো, ৩০ আর ১৫ যোগ করলে হয় ৪৫—যেটা রোহিতের আন্তর্জাতিক জার্সি নম্বর!
প্রায় ৪ কোটি ৫৭ লাখ রুপি খরচ করে কেনা এই নতুন উরুস এসই-তে আছে আপগ্রেডেড স্টাইলিং, প্লাগ-ইন হাইব্রিড ইঞ্জিন, ৮০০ হর্সপাওয়ার, ৯৫০ এনএম টর্ক—আর শূন্য থেকে ১০০ কিমি/ঘণ্টা গতি তুলতে লাগে মাত্র ৩.৪ সেকেন্ড!
আন্তর্জাতিক টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৮ বছর বয়সি রোহিত। চলতি বছরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। জাতীয় দলের হয়ে খেলতে চান ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে। যদিও ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ জানিয়েছে, রোহিত এবং কোহলির সেই বিশ্বকাপে খেলার সম্ভাবনা ক্ষীণ। কারণ আগামী অক্টোবরে অস্ট্রেলিয়া সফরের পরই ওয়ানডে দলটাকে নতুন করে গড়তে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
