সংবাদ সংস্থা পিটিআই‘র দাবি
এশিয়া কাপে বাদ পড়ছেন গিল-রাহুল-যশস্বী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১২:৩১ পিএম
ব্যাটিং অর্ডারের কারণে বাদ পড়তে পারেন এই তিন তারকা। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভুল করতে চান না গৌতম গম্ভীর। এশিয়া কাপকে দিতে চান বাড়তি গুরুত্ব। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও দেখছে ভারত। এমন টুর্নামেন্টে কাউকে বাজিয়েও দেখতে চায় না টিম ইন্ডিয়া। ওই কারণেই এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরে শুবমান গিলের থাকার সম্ভাবনা ক্ষীণ।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই দাবি করছে, টপ অর্ডারে দুর্দান্ত কিছু খেলোয়াড় থাকার কারণে টেস্ট অধিনায়ককে দর্শক হিসেবে কাটাতে হবে। ঠিক একই কারণে দলে থাকবেন না কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। অবশ্য আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। ভারতও জানায়নি দল।
তবে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের বরাতে পিটিআই জানিয়েছে, এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা না-ও করতে পারেন গম্ভীর ও নির্বাচক অজিত আগরকর। টপ ও মিডল অর্ডার প্রায় পাঁকা। গত কয়েকটি টি-টোয়েন্টি ম্যাচে ওপেন করেছেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিন ও চার নম্বরে খেলেছেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক বর্মা। পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়া।
এই ব্যাটিং অর্ডারে শুবমান, রাহুল ও যশস্বীর সুযোগ খুব কম। সেই বিষয়টিই বলেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা, ‘অভিষেক এখন টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার। উইকেটরক্ষক ও ব্যাটার হিসাবে সঞ্জুর দুর্দান্ত মৌসুম কেটেছে। সূর্য অধিনায়ক। তিলকও নিজেকে প্রমাণ করেছে। তাই শুবমানের জায়গা হচ্ছে না। যশস্বীকেও দলে রাখা মুশকিল। এমনকি, রাহুলেরও জায়গা হচ্ছে না। আসলে এরা প্রত্যেকেই টপ অর্ডারের ব্যাটার। কিন্তু সেখানে জায়গা ভর্তি। সকলকে তো আর খেলানো যাবে না।’
এ মাসের ১৯ বা ২০ তারিখে এশিয়া কাপের দল নির্বাচন করতে পারে ভারত। সবটাই নির্ভর করছে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল দলের উপর। তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে। সেটা দেখে দল নির্বাচন করা হবে। সেখানে হয়ত টি-টোয়েন্টি দলে খুব বেশি পরিবর্তন আসবে না।
কোচ গম্ভীর অবশ্য খুব বেশি কাটছাঁট চান না। পুরোনো দল নিয়েই আসর খেলতে চান। এখন দেখার বিষয় কাদের রেখে এশিয়া কাপে খেলতে যায় ভারত।

