Logo
Logo
×

খেলা

ধোনির শত কোটি রুপি মানহানি মামলার বিচার শুরুর নির্দেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০২:৪৭ পিএম

ধোনির শত কোটি রুপি মানহানি মামলার বিচার শুরুর নির্দেশ

মহেন্দ্র সিং ধোনি। সংগৃহীত ছবি

ভারতের মাদ্রাজ হাইকোর্ট ১০০ কোটি টাকার মানহানির মামলায় মহেন্দ্র সিং ধোনির বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে। ২০ অক্টোবর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে তার বক্তব্য রেকর্ড করার জন্য একজন আইনজীবী কমিশনারও নিযুক্ত করেছেন।

২০১৩ সালে আইপিএল বেটিং বিতর্কে নাম জড়িয়ে পড়ার পর ধোনি দুটি মিডিয়া চ্যানেল এবং একজন সাংবাদিকের বিরুদ্ধে এই মামলা করেছিলেন। গত ১১ আগস্ট, মাদ্রাজ হাইকোর্ট মামলাটির শুনানি শুরুর নির্দেশ দিয়েছে।

সাবেক অধিনায়কের দায়ের করা ১০০ কোটি টাকার মানহানির মামলায় মাদ্রাজ হাইকোর্ট বিচারের নির্দেশ দেওয়ার পর, ধোনি তার বক্তব্য রেকর্ড করতে প্রস্তুত। বিচারপতি সিভি কার্তিকেয়ন একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন যিনি ধোনির পক্ষে সাক্ষ্য রেকর্ড করবেন। 

দুইবারের বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক সরাসরি পরীক্ষার জন্য উপস্থিত হবেন না। কারণ সেলিব্রেটি ধোনি উপস্থিত হলে বিশৃঙ্খলা হতে পারে। ধোনি মামলার দ্রুত নিষ্পত্তিতে আগ্রহী। তার পক্ষে সিনিয়র আইনজীবী পি.আর. রমনের মাধ্যমে জমা দেয়া এক হলফনামায় বলা হয়, ‘এই অনুরোধ কেবলমাত্র মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এবং ন্যায়সংগত ও নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়াকে সহায়তা করতেই করা হয়েছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম