Logo
Logo
×

খেলা

টটেনহ্যামের নেতৃত্বে বিশ্বকাপজয়ী রোমেরো, অভিষেকেই শিরোপার হাতছানি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:৫৩ পিএম

টটেনহ্যামের নেতৃত্বে বিশ্বকাপজয়ী রোমেরো, অভিষেকেই শিরোপার হাতছানি

ক্রিশ্চিয়ান রোমেরো। ছবি: টটেনহ্যাম

মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দিতে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছেড়েছেন সন হিউং-মিন। তাতে ক্লাবটির অধিনায়কের পদ শূন্য হয়ে যায়। অবশেষে ইউয়েফা সুপার কাপের ম্যাচে মাঠে নামার আগে নতুন অধিনায়কের নাম জানিয়েছে ক্লাবটি।

টটেনহ্যামের অধিনায়কত্ব পেয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো। এতদিন ক্লাবটিতে সনের ডেপুটি হিসেবে ছিলেন এই তারকা ফুটবলার।

এদিকে ক্লাবটিতে অধিনায়ক হিসেবে নিজের অভিষেকেই ইতিহাস গড়তে পারেন রোমেরো। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১ টায় ইউয়েফা সুপার কাপে তার নেতৃত্বেই পিএসজির মুখোমুখি হবে টটেনহ্যাম। এই ম্যাচ জিতলে নেতৃত্বের অভিষেকেই ইউরোপিয়ান শিরোপা জয়ের অনন্য কীর্তিতে নাম উঠবে তার।

এদিকে রোমেরো অধিনায়ক নির্বাচিত করার বিষয়টি জানিয়ে এক বিবৃতিতে টটেনহ্যাম কোচ থমাস ফ্রাঙ্ক বলেছেন, ‘রোমেরোর সাথে আমার ফলপ্রসূ আলোচনা হয়েছে। সে অধিনায়কের দায়িত্ব নিতে প্রস্তুত। এতে তিনি বেশ সম্মানিত বোধ করছেন ও দারুণ খুশী হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘মাঠে চমৎকার এই ক্লাবটিকে নেতৃত্ব দেওয়া যে কোনো খেলোয়াড়েরই স্বপ্ন। আমি মনে করি রোমেরোর মধ্যে অধিনায়কের সব ধরনের গুণাবলী রয়েছে। নিজের সদ্ব্যবহার দিয়ে সে মাঠে নেতৃত্ব দেবে, পুরো দলকে এগিয়ে নিয়ে যাবে।’

২০২১ সালে সিরি-আ ক্লাব আটালান্টা থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন রোমেরো। এখন পর্যন্ত ইংলিশ ক্লাবটির হয়ে ঠিক ১০০ ম্যাচ খেলেছেন। টটেনহ্যামের হয়ে গত মৌসুমে নিজের প্রথম শিরোপা ইউয়েফা ইউরোপা লিগ শিরোপা ছুঁয়ে দেখেছেন আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে সর্বজয়ী এই ফুটবলার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম