Logo
Logo
×

খেলা

চিটাগং কিংসের চুক্তি বাতিল করল বিসিবি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিটাগং কিংসের চুক্তি বাতিল করল বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে চিটাগং কিংসের চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানিয়েছে, নিজেদের দোষ ঢাকতে মিডিয়ায় ভুল তথ্য দিয়ে যাচ্ছে এসকিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড। ২০১২ ও ২০১৩ সালে প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া সুদসহ তাদের কাছে প্রায় ৪৬ কোটি টাকা (৩৭৮২১৫৬.১৬ মার্কিন ডলার) পাওনা রয়েছে। বুধবার এক বিবৃতিতে এমনটা জানায় বিসিবি।

বিপিএলের আগামী আসরের জন্য ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান প্রায় নিশ্চিত করে ফেলেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। অতীতের কাজের রেকর্ড অনুযায়ী, পয়েন্ট সিস্টেমে আবেদনকারী পাঁচ প্রতিষ্ঠানের তালিকা করেছে বোর্ড। সেই তালিকায় আইএমজি এগিয়ে রয়েছে। তাদের বড় টুর্নামেন্ট করার অভিজ্ঞতা রয়েছে। তবে যেসব বিষয় জানা বাকি সেগুলো আবার আবেদনকারী পাঁচ প্রতিষ্ঠান অ্যাপেক্স স্পোর্টিং কনসাল্টিং, আইএমজি, রিয়াল ইমপ্যাক্ট অ্যান্ড অ্যাবসলিউট লিজেন্ডস স্পোর্টস, দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড ট্রি’র কাছে জানতে চেয়েছে বিসিবি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইএমজির সঙ্গে তিন বছরের চুক্তি প্রায় নিশ্চিত।

এদিকে চিটাগং কিংসকে নিয়ে এক বিজ্ঞপ্তিতে অনেক বিষয় তুলে ধরেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, ধারাবাহিকভাবে চুক্তি অনুযায়ী আইনি ও আর্থিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে দলটি। এর মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ফি না দেওয়া, কর ফাঁকি, খেলোয়াড় ও টিম স্টাফদের বেতন বকেয়া এবং বিসিবির পক্ষ থেকে শোধ করা অন্যান্য বিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম