|
ফলো করুন |
|
|---|---|
সাকিব আল হাসান শেষ অনেক দিন ধরেই ফর্মে নেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও সে দুঃসময়টা কাটল না। আবারও ব্যাটে-বলে নিদারুণ ব্যর্থ হলেন তিনি। তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসও এবারের সিপিএলে নিজেদের প্রথম ম্যাচটায় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের কাছে হেরেছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে।
প্রতিপক্ষের মাঠ ওয়ার্নার পার্কে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা শুরু থেকেই ধুঁকেছে। পাওয়ারপ্লেতেই নেই হয়ে যায় ৩ উইকেট। তবে এই উইকেটেও যে ব্যাটিংটা খুব কঠিন কিছু ছিল না, সেটা বুঝিয়ে দিয়েছেন তিনে নামা যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিমা গোর। সাকিবসহ সবাই যখন রান করতে সংগ্রাম করছেন, তখন কারিমা রান তুলেছেন ১৭৯.৪১ স্ট্রাইক রেটে। পঞ্চম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি ৩৪ বলে ৮ চার আর ২ ছক্কায় করেছেন ৬১ রান। তাতেই তো দলের রানটা গিয়ে ঠেকল ১২১-এ।
সেই কারিমার ওপাশেই বেশ কিছুক্ষণ ব্যাট করেছেন সাকিব। ইনিংসের অষ্টম ওভারে ফ্যাবিয়ান অ্যালেনের বিদায়ের পর তিনি উইকেটে এসেছিলেন। এরপর যেভাবে ব্যাট করলেন, তাতে মনে হচ্ছিল ব্যাটটা জগদ্দল পাথর, আর উইকেটটা কণ্টকাকীর্ণ কোনো পথ। ১৬ বল খেললেন তিনি, রান করলেন মোটে ১১, কোনো চার-ছক্কা নেই, রান তুললেন ৬৮.৭৫ স্ট্রাইক রেটে।
ষষ্ঠ ব্যাটার হিসেবে সাকিব বিদায় নিলেন, এরপর বাকিরা মিলেও খুব বেশি কিছু করতে পারেননি। কারিমার ৬১ বাদে সর্বোচ্চ রানের ইনিংসটা ১২ রানের, সঙ্গে সাকিব আর ইমাদ ওয়াসিমের ১১ রানের দুটো ইনিংস, শেষে ওবেদ ম্যাকয় করেছেন ১০… এই যা! ১২১ রান তুলতেই গুটিয়ে যায় ফ্যালকনস, সেন্ট কিটসের ওয়াকার সালামখিল নেন ৪টি উইকেট, ফজলহক ফারুকী আর নাসিম শাহ নেন ২টি করে উইকেট।
সাকিব এরপর বল হাতেও কিছু করতে পারেননি। তাকে বল দেওয়াই হয়েছিল অবশ্য একটি ওভারের জন্য, তাতে তিনি দিয়েছেন ৬ রান। সেন্ট কিটস পাওয়ারপ্লেতেই তুলে ফেলে ৫৫ রান। এরপর দ্রুত কিছু উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগিয়েছিল সাকিবের দল। ৭৬ রানে ৪ উইকেট চলে গিয়েছিল স্বাগতিক প্যাট্রিয়টসের।
তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের আর কোনো ভুলচুক হতে দেননি আলিক এথানাজে আর জেসন হোল্ডার। দুজন মিলে পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। আর তাতেই সাকিবের ব্যর্থ দিনটা শেষ হলো হার দিয়ে।

-6881e8bb00088.jpg)
