Logo
Logo
×

খেলা

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৫:০১ পিএম

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের

ফাইল ছবি

ক্রিকেটের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের দুটি সিরিজ জায়গা পেয়েছে।

উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ।

আর ২০২১ সালে বাংলাদেশের মাটিতে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি তালিকার  সপ্তম স্থান অধিকার করেছে।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াইয়ের পরেও হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত নৈপুণ্যে জয় হয়েছিল টাইগারদেরই।

সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান থেকে ১৬৪ রান তুলতেই গুঁটিয়ে গিয়েছিল ইংলিশরা। ইংলিশ ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছিলেন বাংলাদেশের দুই স্পিনার মিরাজ (৬ উইকেট) ও সাকিব (৪ উইকেট)।

এদিকে ২০২১ সালে ক্যারিবিয়ানদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের ২১০ রানের হার না মানা ইনিংসে ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

মিরপুরে দ্বিতীয় টেস্টেও দারুণ লড়াই করে দুই দল, তবুও শেষ হাসি হাসে ক্যারিবিয়ানরা। আর তাতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় দলটি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম