ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এশিয়া কাপের জন্য ঘোষিত পাকিস্তান দলে জায়গা হয়নি দুই বড় তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। ভারতীয় দলেও বড় চমক। ইন্ডিয়ান এক্সপ্রেস ও ক্রিকবাজ জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজের দুই নায়ক শুবমান গিল ও মোহাম্মদ সিরাজকে ছাড়াই মঙ্গলবার (১৯ আগস্ট) এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারত।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজে গিল করেছিলেন সর্বোচ্চ ৭৫৪ রান এবং সিরাজ নিয়েছিলেন সর্বোচ্চ ২৩ উইকেট। কিন্তু টি-টোয়েন্টি দল বাছাইয়ে টেস্টের পারফরম্যান্স বিবেচনায় রাখছেন না ভারতের নির্বাচকরা।
টেস্ট অধিনায়ক গিল গত আইপিএলে ৬৫০ রান করলেও তৃতীয় ওপেনার হিসাবে তার চেয়ে যশস্বী জয়সওয়ালকে বেশি পছন্দ নির্বাচকদের। টি-টোয়েন্টিতে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের সফল উদ্বোধনী জুটি ভাঙবে না ভারত। শেষ মুহূর্তে কোচ গৌতম গম্ভীর হস্তক্ষেপ না করলে তাই এশিয়া কাপের দলে জায়গা হবে না গিলের।
পেস আক্রমণের সেনাপতি জাসপ্রিত বুমরা নিজেই নির্বাচকদের জানিয়েছেন, এশিয়া কাপে খেলতে তিনি পুরোপুরি প্রস্তুত। বুমরা ফেরায় পেস আক্রমণে জায়গা হচ্ছে না সিরাজের। বিবেচনায় নেই মোহাম্মদ শামিও। বুমরার সঙ্গী হতে পারেন আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা ও হর্ষিত রানার মধ্যে যে কোনো দুজন। পেস বোলিং অলরাউন্ডার হিসাবে থাকবেন হার্দিক পান্ডিয়া।
আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আসর।

