ছবি: বিসিবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ক্রিকেট দলের জন্য পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত তিন দিনে তার ক্লাসে অনেক কিছুই শিখেছেন ক্রিকেটাররা। সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমের সঙ্গে আলাপে পাওয়ার হিটিং কোচের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন উইকেটকিপার-ব্যাটার জাকের আলী অনিক।
তার ভাষায়, জুলিয়ান মূলত আমাদের পাওয়ার হিটিংয়ের কিছু স্কিল নিয়ে কাজ করছে। কীভাবে আরও উন্নতি করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে, তারা কীভাবে আরও ভালো করতে পারে, আর যারা টাইমার, তাদের কীভাবে আরও দুই-মিটার দূরত্ব বাড়ানো যায় (শটের), ওই জিনিসগুলোর স্কিল নিয়ে কাজ করছে।
বাংলাদেশে পাওয়ার হিটারের সংকট চোখে পড়ার মতো। তবু এতদিন এ দিকটায় উন্নতির জন্য কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। তবে অবশেষে জুলিয়ান উডকে নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে সে পথে কিছুটা অগ্রসর হয়েছে বিসিবি।
উড কীভাবে বাংলাদশের ব্যাটারদের বড় শট খেলা শেখাচ্ছেন–তা বর্ণনা করে জাকের যোগ করেন, একেকজনের ব্যাট সুইং একেকরকম, কারও সুইং গলফের মতো, কারও বেসবলের মতো। এটা যার যার ওপর নির্ভর করে কে কোনটা নেবে। জুলিয়ান এখানে আসার পরই বলেছে, তোমার মৌলিক জায়গার ওপর নির্ভর করেই আমি পরিবর্তন আনতে চাই। ভিন্ন কিছু দিয়ে দেব না। যার যার ধরন অনুযায়ী কাজ দিয়েছে সে।’
জাকের আরও বলেন, যারা টাইমার, তাদেরকে আরও কীভাবে ৫-৬ মিটার উন্নতি, টাইমারদের কিন্তু সে পাওয়ার হিটার হতে বলে নাই। তারা টাইমারই থাকবে। যারা টাইমিং করে, তারা কীভাবে তাদের শটগুলো ৪-৫ মিটার বা ৬ মিটার বা আরেকটু বাড়াতে পারে… এতে কী হবে, যেটায় আউট হওয়ার কথা, সেটা ছয় হয়ে যাবে। এগুলোই শেখাচ্ছে…।
জুলিয়ান উড ২০২২ বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করে গেছেন তিনি। পরের বিপিএলে ছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে। বিশ্বের আরও বিভিন্ন লিগে এবং বিশ্বজুড়ে অনেক ক্রিকেটারের সঙ্গে ব্যক্তিগতভাবেও কাজ করেছেন পাওয়ার হিটিং নিয়ে। কদিন আগে বিশেষ ক্যাম্প পরিচালনা করেছেন তিনি শ্রীলঙ্কায়।

