অবনতি বাবর-রিজওয়ান-ফখরের
কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার খুঁজে পায়নি পাকিস্তান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০২:১৩ পিএম
বাবর-রিজওয়ানের অবনতি হয়েছে, পাকিস্তানের চুক্তিতে নেই ‘এ’ ক্যাটাগরির কেউ। সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নতুন মৌসুমের (১ জুলাই ২০২৪-৩০ জুন ২০২৫) জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান। ৩০ জনের ওই তালিকায় রাখা হয়নি ‘এ’ ক্যাটাগরি। মঙ্গলবার (১৯ আগস্ট) ঘোষিত তালিকায় অবনতি হয়েছে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানের।
সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানের ক্রিকেট বোর্ড জানিয়েছে, নতুন চুক্তিতে ক্যাটাগরি রাখা হয়েছে তিনটি। প্রতিটি গ্রুপে আছে ১০ জন করে খেলোয়াড়। পারফর্ম্যান্স বিচারে খেলোয়াড়দের রাখা হয়েছে বি, সি ও ডি ক্যাটারগিতে। নতুন করে তালিকায় ঢুকেছেন ১২ জন।
🚨 3️⃣0️⃣ players have been awarded central contracts for the 2025-26 international season 📝
Read more ➡️ https://t.co/g9epcZUovJ pic.twitter.com/2JGR7kId1Y
আগের চুক্তিতে পিসিবি ২৭ জনকে রেখেছিল। সেবার এ ক্যাটাগরিতে ছিলেন বাবর, ফখর জামান ও রিজওয়ান। এবার তাদের ডিমোশন হয়েছে। নতুন চুক্তিতে বাবর ও রিজওয়ান আছে বি ক্যাটাগরিতে। সি ক্যাটাগরি থেকে প্রোমশন পেয়ে বি’তে এসেছেন অধিনায়ক সালমান আলী আগা। প্রোমোশন পেয়েছেন আরও চারজন।
সবশেষ চুক্তি থেকে বাদ পড়েছেন আটজন ক্রিকেটার—আমির জামাল, কামরান গুলাম, মীর হামজা, মোহাম্মদ আলী, হাসিবুল্লাহ, মোহাম্মদ হুরাইরা, মুহাম্মদ ইরফান খান ও উসমান খান। এরা সবাই শেষ মৌসুমের চুক্তিতে ডি ক্যাটাগরিতে ছিলেন।
ক্যাটাগরি অনুযায়ী তালিকা
ক্যাটাগরি বি: আবরার আহমেদ, বাবর আজম, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি।
ক্যাটাগরি সি: আব্দুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।
ক্যাটাগরি ডি: আহমেদ দানিয়াল, হুসাইন তালাত, খুররাম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।
